সংবাদ
বন্দরে অস্ত্র ও ডাকাতি মামলার আসামী নূরে আলম ভাল্লুক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ বন্দরে অস্ত্র ও ডাকাতি মামলার পৃথক ওয়ারেন্টভূক্ত আসামী কুখ্যাত ডাকাত সরদার নূরে আলম ওরফে ভাল্লুক (৪২)কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গত মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে বন্দর থানার রামনগর ব্রীজ সংলগ্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ওই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত নূরে আলম ওরফে ভাল্লুক একই এলাকার সামউদ্দিন ওরফে সামু ডাকাতের ছেলে বলে জানা গেছে। থানা তথ্য সূত্রে জানা গেছে, ধামগড় ফাঁড়ী এএসআই আশরাফুল হক সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের রামনগর ব্রীজ সংলগ্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ডাকাতি ও অস্ত্র মামলার পৃথক ওয়ারেন্টভূক্ত আসামী কুখ্যাত ডাকাত সরদার নূরে আলম ওরফে ভাল্লুককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে গ্রেপ্তারকৃতকে বুধবার দুপুরে উল্লেখিত পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।