সংবাদ
বন্দরে আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয় ভাংচুরের দাবি করে অভিযোগ তুলেছে স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড় এলাকায় এ ভাংচুরের ঘটনাটি ঘটে। নেতাকর্মীদের দাবী বিএনপি ও জামায়ত শিবির চক্র ঈর্ষান্বিত হয়ে দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে পালিয়ে যায়। এ ব্যাপারে ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আঙ্গর জানান, শুক্রবার সন্ধ্যার ৭টার দিকে বন্দর থানার কবিলেরমোড় এলাকায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কার্যলয়ে রিক্সাযোগে এসে ৩ জন মুখধারী দুস্কৃতিকারি কার্যালয়ে প্রবেশ করে। ওই সময় মুখোশধারী দুস্কৃতিকারি কার্যালয়ে থাকা আসভাবপত্র, চেয়ারসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ফেস্টেুন ছিড়ে ফেলে। ওই সময় লোক মারফতে সংবাদ পেয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হতে শুরু করলে ওই সময় মুখোশধারী দুস্কৃতিকারিরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে এলাকায় আতংক বিরাজ করে কৌশলে পালিয়ে যায়। ওই সময় আওয়ামীলীগ কার্যালয়ে রাস্তার বিপরীতে মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুল বাসভবনে স্থানীয় বিএনপি প্রস্তুতি মূলক সভা চলছিল। মহানগর সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল জানান, ককটেল বিস্ফোরনের শব্দ পেয়ে দ্রুত কার্যালয়ে সামনে সে দেখি হামলাকারিরা কৌশলে পালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর ছিদ্দিক জানান, আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর ও ককটেল বিস্ফোরনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।