সংবাদ
বন্দরে জালনোটসহ ২জন গ্রেপ্তার
বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১’শ ৮২টি ৫’শ টাকার জাল নোটসহ সিয়াম (২১) ও বিজয় কুমার (১৯) নামে দুই জালনোট ব্যাসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ সিপিসি-৩ ঝিলপাড়া ক্যাম্পের একটি টিম। গত সোমবার রাত সাড়ে ১০টায় বন্দর উপজেলার কাইকারটেক ব্রীজ সংলগ্ন পশ্চিম পাশে^র্রর হাজী সাহেবের মোড়স্থ আলী মিয়ার খাবার হোটেলের সামনে থেকে ওই দুই জালনোট ব্যাসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কাজীবাড়ী এলাকার আলী আক্কাস মিয়ার ছেলে সিয়াম (২১) ও একই এলাকার রাজ কুমারের ছেলে বিজয় কুমার (১৯)। এ ব্যাপারে র্যাব-৩ সিপিসি-৩ ঝিলপাড়া ক্যাম্প শাহজাহানপুর ঢাকা এর ডিএডি কে.এম. জহিরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই জালনোট ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় জালনোট নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা রুজু করেন। মামলার তথ্য সূত্রে জানা গেছে, র র্যাব-৩ সিপিসি -৩ ঝিলপাড়া ক্যাম্প শাহজাহানপুর ঢাকা এর ডিএডি কে.এম. জহিরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান কারাকালিন সময়ে গত সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপর অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিে জানতে পারে কতিপয় অসাধু সংঘবদ্ধ চক্রের সদস্যগন বাংলাদেশী জালনোট নারায়ণগঞ্জ জেলাসহ ঢাকা মহানগরীর আশে পাশের এলাকায় বিকয় করে আসছে। উক্ত সংবাদটি উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করে ওই রাত কাইকারটেক ব্রীজ সংলগ্ন হাজী সাহেবের মোড় জনৈক আলী মিয়ার খাবারের হোটেলের সামনে থেকে জালনোট ববসায়ী সিয়াম ও বিঝয় কুমারের কাছ থেকে ১’শ ৮২টি ৫’শ টাকার জাল নোট উদ্ধার করে। টাকা গায়ে সিরিয়াল নং চ-গ- ৫৫৫৫৫৫৬ লেখা রয়েছে। পরে র্যাব-৩ গ্রেপ্তারকৃত দুই জালনোট ব্যাসায়ীদের ওই রাতেই বন্দর থানা পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে মামলার তদন্তকরি কর্মকতা এসআই মফিজুল ইসলামের সাথে আলাপ কালে তিনি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে।