সংবাদ
বন্দরে দেড় শতাধিক পরিবারের যাতায়েতের রাস্তাটি বন্ধ
বন্দর প্রতিনিধি: বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে দেড় শতাধিক পরিবারের যাতায়েতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক সময়ের চিহিৃত মাদক ব্যবসায়ী আব্দুর কাদির ওরফে মুরগী কাদিরসহ তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে। রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বালিগাও এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী মুছাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার খোদেজা বেগম পারভিন বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে মুরগী কাদিরসহ ১০ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বালিগাও এলাকার ওমর ফারুকের স্ত্রী ও উল্লেখিত ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার খোদেজা বেগম পারভিনের সাথে একই এলাকার মৃত মানিক মিয়ার ছেলে আব্দুল কাদির ওরফে মুরগী কাদিরের দীর্ঘ ১০ বছর ধরে বাড়ি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রোববার সকাল সাড়ে ৮টায় প্রতিপক্ষ ভূমিদৎসু আব্দুল কাদির ওরফে মুরগী কাদির একই এলাকার মৃত আদম প্রধানের ছেলে মোতালিব ও তার দুই ছেলে শাহ আলম ও আলম একই এলাকার কফ্লিউদ্দিন মিয়ার ছেলে এবাদুল্লাহ ও তার ছেলে ইকবাল একই এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে বিল্লাল ও একই এলাকার মৃত খালেক মিয়ার ৩ ছেলে জহিরুল, সফি ও জুয়েলসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে স্থানীয় সংরক্ষিত ইউপি মেম্বারের বসত বাড়ি সংলগ্ন জনসাধারনের চলাচলের রাস্তাটি বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ওই স্থানীয় মহিলা মেম্বার খোদজা বেগম পারভিন উল্লেখিতদের বাধা দিলে ওই সময় স্থানীয় সন্ত্রাসী মহিলা মেম্বার খোদেজা বেগম পারভিনকে অকথ্য ভাষায় গালাগালিসহ প্রান নাশের হুমকি প্রদান করে। এ ব্যাপারে মহিলা মেম্বার খোদেজা বেগম পারভিন জানান, এই রাস্তাটি প্রায় দেড় শতাধিক পরিবারের যাতায়েতের একমাত্র রাস্তা। এখানে একটি পুতান মসজিদ রয়েছে। দীর্ঘ দিন ধরে এই রাস্তাটি দিয়ে প্রচুর মানুষের যাতায়েতে করে আসছে। হঠাৎ রোববার সকালে এক সময়েকার চিহিৃত মাদক ব্যবসায়ী মুরগী কাদির ও তার সন্ত্রাসী বাহিনী ক্ষমতা অপব্যবহার করে সাধারন জনগনের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ঘটনায় আমি প্রতিবাদ করলে মুরগী কাদিরসহ উল্লেখিত বখাটে সন্ত্রাসীরা আমাকে প্রান নাশের হুমকি দেয়। রাস্তা বন্ধ করার বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করে এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।