সংবাদ
বন্দরে নেশাগ্রস্ত যুবকের আত্মহত্যা
বন্দরে ঈমান হোসেন (২৬) নামে এক নেশাগ্রস্ত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকাল সাড়ে ৭টায় একরামপুর সিএসডি গোডাউন সংলঘœ নাছির মিয়ার ভাড়া বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহত ঈমান হোসেন একরামপুর সিএসডি এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, একরামপুর সিএসডি এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে ঈমাম হোসেন ভবঘুরে। কোন কাজকর্ম করত না। নেশাসেবন করে সারাদিনই এদিক ওদিক ঘুরে বেড়াত। মা পাখি বেগম বিভিন্ন বাড়িতে বুয়ার কাজ করত। নেশাগ্রস্ত ছেলে কাজকর্ম না করায় তাদের সংসার খুবই অভাব অনটনে চলত। বুধবার ভোর সাড়ে ৭টার দিকে সকলের অগোচরে ঈমাম হোসেন তার নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে বন্দর ফাঁড়ী পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে বন্দর ফাঁড়ীর তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর জানিয়েছে।