সংবাদ
বন্দরে প্রধান শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
বন্দরে অত্যন্ত উৎসবমূখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বন্দর উপজেলা বিআরডিবি হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
ভোট প্রধান করেন বন্দরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫জন প্রধান শিক্ষক। ৩ পদে লড়েছেন ৬জন প্রার্থী। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোঃ দেলোয়ার হোসেন ২নং ব্যালটে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আব্দুল হালিম ১নং ব্যালট নিয়ে পেয়েছেন ১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে শাহানাজ সুলতানা ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন ১১ভোট। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আনিসুর রহমান ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী আল-আমিন পেয়েছেন ১১ ভোট।
এ নির্বাচনে প্রিজাটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, বন্দর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর।