সংবাদ
বন্দরে মাকে খুন ঘাতক ছেলে গ্রেপ্তার
বন্দরে ঘুমন্ত অবস্থায় মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যাকারি সেই ঘাতক ছেলে সজিব(৩২)কে চাঁদপুর উত্তর মতলব থেকে গ্রেপ্তার করেছে বন্দর থানার পুলিশ। হত্যাকান্ডের ৭২ ঘন্টার মধ্যে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে খুনির দাদার বাড়ি উত্তর মতলব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এইচ এম মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার মুছাপুর ইউপি জহরপুর এলাকায় পিত্রালয়ে স্বামী পরিত্যক্তা আয়েশা বেগম (৪৮) প্রতিদিনের ন্যায় নিজ ঘরে এক মাত্র ছেলে সজিব ঘুমিয়ে ছিলেন। গত রোববার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে দাদার বাড়ি উত্তর মতলবে পালিয়ে যায়। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের মা সেলিমা (৬৮) বাদী হয়ে নাতি সজিবকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।