সংবাদ
বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির বর্ষপূর্তি উদযাপন
আদালত রিপোর্ট
বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভূক্তির ১ম বর্ষপূর্তি উর্যাপন করে নারায়ণগঞ্জ ২১ ব্যাচ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের ২য় তলা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ২১ ব্যাচ এর আয়োজনে এ অনুষ্ঠানটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোকলেছুর রহমান বাদল। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনি, সিনিয়র সহ-সভাপতি এড. আলাউদ্দিন আহমেদ, এড. সুবাস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, কোষাধ্যক্ষ এড. আবুল বাসার রুবেল, আপ্যায়ন সম্পাদক এড. মোহাম্মদ স্বপন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক এড. হাছিবুল হাসান রনি, ক্রীড়া সম্পাদক এড. সোহেল আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. রাজিয়া আমিন কানচি, সমাজসেবা সম্পাদক এড. মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, আইন ও মানবধিকার সম্পাদক এড. আব্দুল মান্নান, কার্যকরী সদস্য এড. এরশাদুজ্জামান ইমন, এড. অঞ্জন দাস, এড. হালিমা আক্তার, এড. মেরাজ সরকার, এড. হোসেন আহম্মদ রুবেল।
২১ব্যাচের আইনজীবী ছিলেন এড. মাহমুদুল হাসান (ভিপি হাসান) এড. শাহাদাৎ হোসেন, এড. শাহপরান, এড. আসলাম খান রাজীব, এড. মনির খান, এড. আবু রায়হান,এড. ফয়েস, এড. দিদার, এড. দিলীপ, এড. উম্মেহানী সৌদিয়া, এড. নিগার সুলতানা রত্না, এড. ফারজানা রহমান, এড. শিরিন ও এড. শুভেচ্ছা প্রমুখ।