সংবাদ
বিএনপির পদত্যাগকারীদের ব্যাপক প্রস্তুতি
বন্দর প্রতিনিধি
আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সম্মেলনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি থেকে পদত্যাগকারী (একাংশ) নেতারা। গতকাল শুক্রবার রাতে বন্দরে বিএনপি নেতা ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাসায় এ নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়, বিএনপির ঢাকা বিভাগীয় সম্মেলনকে সফল করতে প্রতিটি থানা, ইউনিয়ন এবং ওয়ার্ডে গিয়ে প্রচারপত্র বিলি ও কর্মীসভাসহ সকল নেতাকর্মীদের সংগঠিত করার বিষয়ে সিদ্ধান্ত নেন মহানগর বিএনপির নেতারা। এ সময় সভায় বিএনপি নেতা ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, আসন্ন ঢাকা বিভাগীয় সম্মেলনকে যেভাবেই হোক, আমাদের সফল করতে হবে। তাই আগামী ১০ ডিসেম্বরের আগে আমরা সকল থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে, মাঠ পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের সংগঠিত করবো। আশাকরি এই তৃণমূলের নেতাকর্মীরাই আমাদের ঢাকা বিভাগীয় সম্মেলনকে সফল করবে। মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সবুর খান সেন্টু বলেন, আসন্ন ঢাকা বিভাগীয় সম্মেলনকে যেভাবেই হোক আমাদের সফল করতে হবে। আমারা মহনগর বিএনপির নেতাকর্মীরা অতীতেও এরকম বহু সম্মেলন সফল করেছি, এবারও করবো। সভায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাবেক সহ-সভাপতি হাজী নুরুদ্দীন, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, সাবেক সহ-সভাপতি হাজী ফারুক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাউসার আশা, বিএনপি নেতা ও নাসিকের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সাবেক যুব বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, সাবেক যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আনিসুর রহমান মোল্লা, সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শিপলু, সাবেক সহ-দপ্তর সম্পাদক এনামুল হক রোমেল, স্বেচ্ছাাসেবক দলের সাবেক যয়েন সেক্রেটারি জান্নাতুল ফেরদৌস রাজীব, শ্রমিক দলের সদস্য সচিব ফরুক হোসেন, বন্দর থানা বিএনপির নেতা আলমগীর হোসেন, পরিবেশ বিষয়ক স্মপাদক আমিনুল ইসলাম মিঠু, মহানগর বিএনপির সদস্য শহিদুল ইসলাম রিপন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. বিল্লাল হোসেন প্রমুখ।