সংবাদ দেখার জন্য ধন্যবাদ

বিজিএমইএ নির্বাচন: নেতৃত্বে সম্মিলিত পরিষদ
বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে দ্বিগুণের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন ফারুক হাসানের ‘সম্মিলিত পরিষদ’। মোট ৩৫টি পরিচালক পদের বিপরীতে সম্মিলিত পরিষদ ২৪টি পদে জয়ী হয়েছে। বাকি ১১টিতে জয়ী হয়েছে এবিএম সামছুদ্দিনের নেতৃত্বাধীন ফোরাম প্যানেল। ফলে বিজিএমইএর পরবর্তী সভাপতি হচ্ছেন ফারুক হাসান।
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের এই সংগঠনের নির্বাচনের ফল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার।
এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ’র ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন করে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ঢাকা অঞ্চলে ভোটার ছিলেন ১৮৫৩ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ভোটার ৪৬১ জন। ঢাকা অঞ্চলে মোট ভোট পড়েছে ১ হাজার ৬০৪টি। আর চট্টগ্রাম পড়েছে ৩৯২টি।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা অঞ্চলের ২৬টি পরিচালক পদের মধ্যে ১৭টিতে জয়লাভ করেছে সম্মিলিত পরিষদ। ৯টিতে জিতেছে ফোরাম।সম্মিলিত পরিষদের ফারুক হাসান পেয়েছেন ১২০৪টি ভোট। আর বিজিএমইএ’র বর্তমান সভাপতি ফোরামের প্রার্থী রুবানা হক পেয়েছেন ১ হাজার ১৫৭ ভোট। অবশ্য ফোরামের প্যানেল লিডার এবিএম সামছুদ্দিন পরিচালক নির্বাচিত হতে পারেননি। অন্যদিকে চট্টগ্রাম অঞ্চলে ৯টি পরিচালক পদের বিপরীতে সম্মিলিত পরিষদ পেয়েছে ৭টি পদ। বাকি দুটি পেয়েছে ফোরাম।
পরিচালক পদে জিতলেন যারা:
সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন, ঢাকা অঞ্চলে– ফারুক হাসান, এসএম মান্নান কচি, আরশাদ জামাল দিপু, শহিদুল্লাহ আজিম, শিরিন সালাম ঐশি, আসিফ আশরাফ, মহিউদ্দিন রুবেল, তানভীর আহমেদ, খসরু চৌধুরী, আব্দুল্লাহ হিল রাকিব, হারুন অর রশিদ, রাজিব চৌধুরী, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, ইমরানুর রহমান, নাসির উদ্দিন ও সাজ্জাদুর রহমান মৃধা।
আর চট্টগ্রাম অঞ্চলে নির্বাচিত হয়েছেন– সৈয়দ নজরুল ইসলাম, তানভীর হাবিব, এএম শফিকুল করিম খোকন, হাসান জ্যাকি, আহসানুল হক, রাকিবুল আলম চৌধুরী ও মোহাম্মদ মেরাজ–ই–মোস্তফা কায়সার।
ফোরাম থেকে নির্বাচিত হয়েছেন– ঢাকা অঞ্চলে – ড. রুবানা হক, এমএ রহিম ফিরোজ, মাহমুদ হাসান খান বাবু, আসিফ ইব্রাহিম, ফয়সাল সামাদ, নাভিদুল হক, বিদ্যা অমৃত খান, ইনামুল হক খান বাবুল, মিজানুর রহমান।
আর চট্টগ্রাম অঞ্চলে নির্বাচিত হয়েছেন এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আব্দুস সালাম।
প্রসঙ্গত, নতুন বোর্ড দায়িত্ব নেবে আগামী ২০ এপ্রিল। নির্বাচনে বিজয়ী পরিচালকরা সভাপতিসহ ঢাকায় ৫ জনসহ সভাপতি এবং চট্টগ্রামে ২ জন সহ–সভাপতি নির্বাচিত করবেন।
চূড়ান্ত প্রার্থী ছিলেন যারা
ফোরাম এর প্রার্থীরা হলেন: হান্নান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবিএম শামসুদ্দিন মিয়া; প্যানেল লিডার। ঢাকা অঞ্চল: এমজি শার্টেক্সের রুবানা হক, হান্নান ফ্যাশনসের এ বি এম সামসুদ্দিন, এজে ফ্যাশনসের আনোয়ার হোসেন চৌধুরী, আমিতি ডিজাইনের শিহাবুদৌজা চৌধুরী, অনন্ত গার্মেন্টের এনামুল হক খান বাবু, দেশ গার্মেন্টের ভিদিয়া অমৃত খান, দিগন্ত সোয়েটারের কামাল উদ্দিন, ড্রেসম্যান গার্মেন্ট মাশিদ রুম্মান আবদুল্লাহ, দুলাল ব্রাদার্সের এম এ রহিম ফিরোজ, এভিটেক্স ড্রেস শার্ট শাহ রিয়াদ চৌধুরী, ফেব্রিকা নিট কমপোজিটের মিজানুর রহমান, ফ্যাশন ডটকমের খান মনিরুল আলম, ফ্যান্ডস স্ট্যাইলওয়্যারের এ এম মাহমুদুর রহমান, ইমপ্রেস নিউটেক্স কমপোজিট টেক্সটাইলের নাফিস উদ দৌলা, কেইলক নিউএজ বাংলাদেশের আসিফ ইব্রাহিম, ম্যাগপাই নিটওয়্যারের মজুমদার আরিফুর রহমান, মানামি ফ্যাশন্সের তাহসিন উদ্দিন খান, এমজি নিট ফ্লেয়ারের নাভিদুল হক, নেক্সাস সোয়েটারের রশীদ আহমেদ হোসাইনি, ওডিশা ফ্যাশন্সের ইকবাল হামিদ কোরাইশী আদনান, রাইজিট অ্যাপারেলসের মাহমুদ হাসান খান বাবু, সফটটেক্স সোয়েটারের রেজওয়ান সেলিম, সুরমা গার্মেন্টের ফয়সাল সামাদ, ট্রাউজার লাইনের রানা লায়লা হাফিজ, ওয়েগা ফ্যাশন সুয়েটারের মেজবাহ উদ্দিন আলী ও জিসাস ফ্যাশন্সের নজরুল ইসলাম। চট্টগ্রাম অঞ্চল: অ্যারিয়ন ড্রেসের মোহাম্মদ আতিক, চিটাগং এশিয়ান অ্যাপারেলসের মোহাম্মদ আবদুস সালাম, ক্লিপটন অ্যাপারেলসের এম মহিউদ্দিন চৌধুরী, ম্যাগি অ্যান্ড লিজ অ্যাপারেলসের এনামুল আজিজ চৌধুরী, মেলো ফ্যাশনসের শরীফ উল্লাহ, রিজি অ্যাপারেলসের মির্জা মো. আকবর আলী চৌধুরী, রেন্সকো সোয়েটারের মোহাম্মদ দিদারুল আলম, দ্য নিড অ্যাপারেলসের রিয়াজ ওয়েজ ও উল ওয়ার্ল্ডের খন্দকার বেলায়েত হোসেন।
সম্মিলিত পরিষদ এর প্রার্থীরা হলেন: জায়ান্ট টেক্সটাইলের ফারুক হাসান প্যানেল লিডার। ঢাকা অঞ্চল: অ্যাডামস অ্যাপারেলসের শহিদুল হক মুকুল, ব্রাদার্স ফ্যাশন্সের আবদুল্লাহ হিল রাকিব, ক্লাসিক ফ্যাশনসের শহীদউল্লাহ আজিম, ক্রনি ফ্যাশনসের নীরা হোসনে আরা, ডেনিম এক্সপার্টের মহিউদ্দিন রুবেল, ডিজাইন অ্যান্ড সোর্সের জাহাঙ্গীর আলম, ডিজাইন টেক্সট নিটওয়্য্যারের খন্দকার রফিকুল ইসলাম, এনভয় ডিজাইনের শিরিন সালাম ঐশী, এনভয় ফ্যাশন্সের তানভীর আহমেদ, হামিদ সোয়েটারের ইন্তেখাবুল হামিদ অপু, জে. এফ. কে ফ্যাশন্সের কফিল উদ্দিন আহমেদ, লায়লা স্টাইলের ইমরানুর রহমান, মেইকস গার্মেন্টের আশিকুর রহমান তুহিন, মিসামি গার্মেন্টের মিরান আলী, নিপা ফ্যাশন্সের খসরু চৌধুরী, পশমী সোয়েটারের মশিউল আজম সজল, সাদমা ফ্যাশন্স ওয়্যারের নাছির উদ্দিন, সেহা ডিজাইনের এস এম মান্নান কচি, স্পারো অ্যাপারেলসের শোভন ইসলাম, তরকা ফ্যাশন্সের মোহাম্মদ কামাল উদ্দিন, টিআরজেড গার্মেন্টের হারুন অর রশীদ, তুসুকা ফ্যাশন্সের আরশাদ জামাল দিপু, উর্মি গার্মেন্টের আসিফ আশরাফ, ভিনটেজ ডেনিমের সাজ্জাদুর রহমান মৃধা শিপন ও ইয়াং ফরেভারের রাজীব চৌধুরী। চট্টগ্রাম অঞ্চল: এএসআর অ্যাপারেলের এ. এম শফিউল করিম খোকন, অ্যামেকো ফেব্রিক্সের এম আহসানুল হক, ফোর এইচ অ্যাপারেলের মো. হাসান জেকি, এইচকেসি অ্যাপারেলের রকিবুল আলম চৌধুরী, লেগেসি ফ্যাশন্সের তানভীর হাবিব, এনএলজেড ফ্যাশনসের মোহাম্মদ মেরাজ–ই–মোস্তফা, আরএসবি ইন্ড্রাস্ট্রিয়ালের অঞ্জন শেখর দাশ, টপ স্টার ফ্যাশনসের আবসার হোসেন ও ওয়েল ডিজাইনার্সের সৈয়দ নজরুল ইসলাম।
Comment Heare
সদ্যপাওয়া
ফিচার

চলতি বছরও শেষ হচ্ছে না তৃতীয় শীতলক্ষ্যা সেতু
প্রথম সংশোধিত চুক্তি অনুযায়ী নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের সালের ফেব্রুয়ারি মাসে। পাশাপশি এর কিছুদিন পরেই সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার কথা ছিলো কর্তৃপক্ষের। কিন্তু করোনাসহ নানান জটিলতায় গত বছর সেতুটির কাজ সম্পূর্ণ […]
স্বাস্থ্য

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ১৪১০ অসহায় মানুষ
করোনা মহামারীর জন্য কিছুদিন বন্ধ থাকার পর আবার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর চক্ষুসেবার জন্য কাজ করছে মানবিক সাহায্য সংস্থা। বিনামূল্যে চক্ষুসেবা পৌঁছে দিতে ‘এমএসএস-আই কেয়ার প্রোগ্রাম’ ও ‘সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন, ঠাকুরগাঁও সম্মিলিতভাবে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৮টি স্থানে ১১ মার্চ […]
মতামত

স্বাধীনতার ঘোষণাপত্রের সুবর্ণজয়ন্তী
১০ এপ্রিল ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ (প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স)-এর সুবর্ণজয়ন্তী। আজ থেকে ৫০ বছর আগে এই দিন ঢাকা শহর থেকে দূরে নিভৃত এক গ্রামের আম্রকাননে উদ্ভাসিত হয়েছিল এর অবিনাশী বাক্যগুলো। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী নৃশংস পৈশাচিকতায় বাঙালির ওপর […]
নামাজের সময়
ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৯ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৩৭ অপরাহ্ণ |
ইতিহাস ঐতিহ্য

ইতিহাসের পাতায় অনন্য নানকার বিদ্রোহ
১৮৪৯ সালের ১৮ আগস্টের নানকার বিদ্রোহ সিলেট অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য ও শাসক শ্রেণীর বিরুদ্ধে প্রজা সাধারণ তথা জনসাধারণের অধিকার আদায়ের অন্যতম লড়াই-সংগ্রাম। এই বিদ্রোহ সিলেটের বিভিন্ন অঞ্চলের নিম্নবিত্ত, অবহেলিত মানুষদের ঐক্যবদ্ধ করে উপরতলার মানুষদের ভিত নড়বড়ে করে দেয়। […]
পুরনো সংখ্যা
তথ্য-প্রযুক্তি

ডিজিটাল দক্ষতা অর্জন করেছে ৬০ হাজারের বেশি বাংলাদেশি
সম্প্রতি মাইক্রোসফট করপোরেশন ঘোষণা করেছে যে, তারা ২৪৯টি দেশ ও অঞ্চলের তিন কোটিরও বেশি মানুষকে ডিজিটাল দক্ষতা অর্জনে সহায়তা করেছে। যার মধ্যে ৬০ হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন, যা মাইক্রোসফটের গত জুনে আড়াই কোটির প্রাথমিক লক্ষ্যকে ছাড়িয়ে গেছে। এছাড়া মাইক্রোসফট করপোরেশন […]
সকল জেলা
নারী-শিশু

সাদমান আমার ভালোবাসা বুঝলো না
বরিশালে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তামান্না আফরিন নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রী। নিহত তামান্না নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার রফিকুল ইসলাম টিপুর মেয়ে। সে দক্ষিণ আলেকন্দা এআরএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো। আর […]







অর্থ বাণিজ্য

কঠোর লকডাউনেও খোলা থাকবে শেয়ারবাজার
দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ উদ্ধেগজনক হারে বাড়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ এর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। তবে এই সর্বাত্মক লকডাউনেও শেয়ারবাজারে লেনদেন বন্ধ হওয়ার আশঙ্কা নেই বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড […]
বিজ্ঞাপন

প্রবাস

মালয়েশিয়ায় ১৯১ বাংলাদেশী আটক
মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় রাজধানী কুয়ালালামপুরের স্তেপাকের নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ১৯১ জন বাংলাদেশী, ২৬৯ বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ। আটককৃতদের মধ্যে ১৯১ জন বাংলাদেশী, ইন্দোনেশিয়ান ৪৪ পুরুষ ও ১৩ নারী, মিয়ানমারের ১৮ পুরুষ ও একজন […]
Leave a Reply
You must be logged in to post a comment.