সংবাদ দেখার জন্য ধন্যবাদ

ব্যাংক খাত ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
করোনাকালে সুখবর পাওয়া যাচ্ছে দেশের ব্যাংক খাত থেকেও। ২০১৯ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল এক লাখ ১২ হাজার ৪২৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বলছে, এ বছর সেটি কমে দাঁড়িয়েছে ৯৬ হাজার ১১৬ কোটি টাকায়। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় খেলাপি ঋণ কমেছে ১৬ হাজার ৩০৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এ নিয়ে অর্থনীতির অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ সূচক ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গেল।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। করোনার মধ্যে রেমিট্যান্স আসার ক্ষেত্রে রেকর্ড হয়েছে। এই করোনাকালেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৮ বিলিয়ন ডলারের রেকর্ড গড়েছে। করোনার মধ্যে বেড়ে গেছে আমদানি বাণিজ্য। বেড়েছে মাথাপিছু আয়ও। একইভাবে ঘুরে দাঁড়িয়েছে রফতানি খাত। শুধু তাই নয়, এই করোনাকালে সুবাতাস বইছে শেয়ারবাজারেও।
এ প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর জানান, ব্যাংকিং খাতের কাগুজে চিত্র সুখবর দিলেও বাস্তব চিত্র ভিন্ন।
তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে বর্তমানে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা। কিন্তু করোনার কারণে সেগুলোকে খেলাপি দেখানো হচ্ছে না। যদিও মনে করা হচ্ছে, অনেকেই বোধ হয় টাকা ফেরত দিচ্ছে, কিন্তু বাস্তবে কেউ টাকা ফেরত দিচ্ছে না।’
তিনি উল্লেখ করেন, খেলাপি হয়ে যাওয়া যে ৫০ হাজার কোটি টাকা পুনঃতফসিল করা হয়েছে সেগুলোও ফেরত পাওয়া যাবে না।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস চলতি বছরের মার্চ থেকে দেশে আঘাত হানে। এতে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ে। এ সংকটকালে ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দেয় সরকার। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর পর্যন্ত কিস্তি না দিলেও খেলাপি হিসেবে চিহ্নিত হতে হবে না। এর আগে করোনা ভাইরাসের কারণে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ঋণ শ্রেণিকরণে স্থগিতাদেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
পরে আরও তিন মাস বাড়ানো হয়। অর্থাৎ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত কোনো ঋণের শ্রেণিমান পরিবর্তন করা যাবে না। যে ঋণ যে শ্রেণিতে আছে, সে অবস্থাতেই থাকবে। এর আগে অবশ্য ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমাতে সরকারের নির্দেশনায় পুনঃতফসিলে গণছাড় দেয় কেন্দ্রীয় ব্যাংক।
২ শতাংশ ডাউন পেমেন্টে এক বছরের গ্রেস পিরিয়ডসহ ১০ বছরে ঋণ পরিশোধের সুযোগ পেয়েছেন ঋণখেলাপিরা। ২০১৯ সালের ১৬ মে নীতিমালায় এ ছাড় দেয়ার পর থেকে বিশেষ বিবেচনায়সহ গত বছর পুনঃতফসিল হয়েছে ৫০ হাজার কোটি টাকারও বেশি পরিমাণ খেলাপি ঋণ।
তথ্য বলছে, গত বছর ৫২ হাজার ৭৬৭ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিলের মাধ্যমে নিয়মিত করা হয়। এর মধ্যে শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর সময়েই পুনঃতফসিল করা হয় ২১ হাজার ৫৯২ কোটি টাকা। এসব কারণে আদায় না বাড়লেও গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ৯৪ হাজার ৩৩১ কোটি টাকায় নেমে আসে। এর তিন মাস আগে তথা গত বছরের সেপ্টেম্বর শেষে এর পরিমাণ ছিল এক লাখ ১৬ হাজার ২৮৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৪৯ হাজার ৭২৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ৯৬ হাজার ১১৬ কোটি টাকা, যা মোট ঋণের ৯ দশমিক ১৬ শতাংশ।
এ প্রসঙ্গে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার কারণে নতুন করে কোনো ঋণ খেলাপি করা হচ্ছে না।’ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, তিন মাস আগে অর্থাৎ মার্চ পর্যন্ত ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১০ লাখ ২৪ হাজার ৪৯৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ছিল ৯২ হাজার ৫১০ কোটি টাকা। এর আগে গত বছরের ডিসেম্বরে ১০ লাখ ১১ হাজার ৮২৮ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপির পরিমাণ ছিল ৯৪ হাজার ৩৩১ কোটি টাকা বা ৯ দশমিক ৩২ শতাংশ। গত জুলাই মাস থেকে প্রণোদনার ঋণ ব্যাপকভাবে বিতরণ শুরু হয়েছে। যার প্রভাব পড়বে আগামী সেপ্টেম্বর প্রান্তিকে।
Comment Heare
সদ্যপাওয়া
ফিচার

বদলে যাচ্ছে তিস্তা পাড়ের জীবনযাত্রা
লালমনিরহাটে তিস্তার বুকে জেগে ওঠা চরে সবজি চাষ করছেন লাখো মানুষ। এতে বদলে যাচ্ছে তিস্তা পাড়ের মানুষের জীবনযাত্রা। চরের পতিত জমিতে কীটনাশক ছাড়াই বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে অভাব দূর করছেন তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এ বছর চরাঞ্চলে […]
স্বাস্থ্য

ভ্যাকসিন নিলেন কাউন্সিলর বিন্নি
করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন আলোচিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি। যিনি করোনা মহামারিকালে অসহায়দের পাশে থেকে তাদের সেবা করতে গিয়ে সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শহরের ১০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ […]
মতামত

তারুণ্যে বাঁচবে আশা
এমন ঝাঁকুনি বিশ্ব আগে কখনো খেয়েছে কিনা জানা নেই। কোথায় পড়েনি করোনার প্রভাব? শিক্ষা, শিল্প-সাহিত্য, খেলাধুলা, বিনোদন, অর্থনীতি; সব পটভূমিতেই করোনার থাবার স্পষ্ট ছাপ। তবে সব ছাড়িয়ে যেন অর্থনীতির দগদগে ঘাঁ-টা চিন্তকদের কপালে ভাঁজের সংখ্যা বাড়িয়ে দিয়েছে কিছুটা বেশিই। কারণ, […]
নামাজের সময়
ঢাকা, বাংলাদেশ বুধবার, ৩ মার্চ, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:১০ অপরাহ্ণ |
আছর | বিকাল ৩:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:০২ অপরাহ্ণ |
এশা | রাত ৭:১৭ অপরাহ্ণ |
ইতিহাস ঐতিহ্য

হারিয়ে যাচ্ছে মাটির তৈরি এসি ঘর
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী মাটির তৈরি এসি ঘর হারিয়ে যাচ্ছে কালের বির্বতনে।সিরাজগঞ্জে তাড়াশ,সলংঙ্গা,রায়গঞ্জ গ্রাম গুলোতে গত কয়েক বছর আগেও নজরে পড়তো মাটির ঘর-বাড়ি।প্রচুর গরম ও শীতে বসবাসের উপযোগী ছিলো এই মাটির ঘর। কিন্তু বর্তমানকালে মাটির তৈরি ঘর নির্মাণে নেই কারও কোনও আগ্রহ। […]
পুরনো সংখ্যা
তথ্য-প্রযুক্তি

বাংলায় খোলা যাবে ই-মেইল একাউন্ট
বাংলা ভাষায় ই-মেইল ঠিকানা যুক্ত করার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ঘোষণা দিয়ে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মাইক্রোসফট ইন্ডিয়ার এক ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ওই ব্লগ পোস্টে ই-মেইল […]
সকল জেলা
নারী-শিশু

মায়ের দায়িত্ব নিলো ১০ বছরের শিশু
জন্মের পর দেখতে পায়নি বাবাকে। মমতাময়ী মা শিকলবন্দী আর অসুস্থ অবস্থায় রয়েছেন নানী। এমন পরিস্থিতিতে পরিবারের সম্পূর্ণ দায়িত্বভার নিতে হয়েছে মাত্র ১০ বছরের কন্যাশিশু রুবিনা আক্তারকে। শিশুটির সামান্য রোজগার আর অন্যের জমিতে আশ্রিতা হয়ে অনিশ্চিত জীবন যাপন করছে পরিবারটি। এ […]







অর্থ বাণিজ্য

দেশে কোটিপতি বাড়ছে
২০২০ সালের মার্চে যখন দেশে করোনার আর্বিভাব, তখন ব্যাংকে কোটি টাকার বেশি আমানত রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাউন্ট ছিল ৮২ হাজার ৬২৫টি। গত সেপ্টেম্বর শেষে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৪৮৮টিতে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের […]
বিজ্ঞাপন

প্রবাস

সৌদি প্রবাসীদের জন্য সুখবর
করোনাভাইরাস মহামারির এই সময়ে প্রবাসীদের জন্য তিন মাসের কাজের অনুমতিসহ রেসিডেন্সি পারমিট (ইকামা) প্রদান ও নবায়ন অনুমোদন দিয়েছে সৌদি সরকার। খবর সৌদি গেজেটের। মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রিসভা এ অনুমোদন দেয়। এখন থেকে সৌদি প্রবাসীরা তিন মাস করে ইকামা নবায়ন করতে […]
Leave a Reply
You must be logged in to post a comment.