সংবাদ
ব্রাজিলে বিক্ষোভ, দেশ অচল করার হুমকি
প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকরা নির্বাচনে জালিয়াতির অভিযোগে ব্রাজিলে ব্যাপক বিক্ষোভ করেছে। দেশটির রাজধানী রিও ডি জেনিরোতে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হয়। খবর এপি।
গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) দেশটির বিভিন্ন স্থানে রাজপথে নামে হাজার হাজার মানুষ। জাতীয় পতাকা রঙের পোশাকে মিছিল করে কট্টর ডানপন্থী জেইর বোলসোনারোর সমর্থকরা। প্রেসিডেন্ট নির্বাচনে তার পরাজয় মেনে নিতে নারাজ সমর্থকরা।
বিক্ষোভকারীদের দাবি, ভোট চুরি করে জয় পেয়েছেন লুলা ডি সিলভা। এ সময় সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি করেন তারা। ১ হাজার সড়ক হাইওয়েতে অবরোধ করে দেশ অচল করে দেয়ার হুমকিও দেন তারা।