সংবাদ
ভন্ড কবিরাজের লালসার শিকার গৃহবধূ
বন্দর প্রতিনিধি
বন্দরের শান্তিনগরে ভন্ড কবিরাজের লালসার শিকার হয়েছে এক গৃহবধূ। স্বামীর চিকিৎসার জন্য তার বাড়িতে গেলে গৃহবধূকে পানের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে লম্পট কবিরাজ এবাদুল্লাহ (৪২) তাকে ধর্ষণ করে। গত ৩ অক্টোবর সকালে এ ঘটনা ঘটে। এ ব্যপারে গতকাল বৃহস্পতিবার গৃহবধূ বাদী হয়ে বন্দর থানায় মামলা করলে পুলিশ লম্পট কবিরাজ এবাদুল্লাহকে গ্রেফতার করে। ধর্ষনের শিকার গৃহবধূ জানান, তার স্বামী কয়েক দিন যাবত বেকার থাকায় কিষন্নতায় ভোগছিলেন। এ সুযোগে মাহমুদনগর এলাকার দ্বীন মোহম্মদের ছেলে ভন্ড কবিরাজ এবাদুল্লাহ শান্তিগর এলাকায় আস্তানা করে বসবাস করে। গত ২ অক্টোবর ভন্ত এবাদুল্লাহ বলে তার স্বামীকে মানুষ যাদুটোনা করেছে। তার কথায় বিশ্বাস করে গত ৩ অক্টোবর সকালে তার আস্তানায় গেলে সে আমাকে পানের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষন করে। আমি বিষয়জি জেনে আমার স্বামীও আত্বি স্বজনদের জানিয়ে থানায় মামলা করি। এদিকে মামলা হওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে ভন্ড এবাদুল্লাহকে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করে।