সংবাদ
মদনপুরে মশাল নিয়ে ছাত্রদলের বিক্ষোভ
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বুধবার রাতে বন্দরের মদনপুর এলাকায় বন্দর থানা ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিল বের করেন। ছাত্রদল সূত্র জানায়, ‘বিএনপির উপর পুলিশের হামলা, গুলিবর্ষণ ও নেতাকর্মী হত্যার প্রতিবাদে এই মিছিল বের করা হয়। মহাসড়কের মদনপুর এলাকায় মশাল হাতে নিয়ে পুলিশের এই হামলার প্রতিবাদ জানায় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে মিছিল শেষ করেন তারা।