সংবাদ
যানজট নিরসনের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন
শহরের তীব্র যানজট সমস্যার সমাধানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতৃবৃন্দ। গতকাল বুধবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তারা বলেন, নারায়ণগঞ্জে প্রতিদিন বিশ লক্ষ লোক যাতায়াত করে। টাকা নিবেন কিন্তু সেবা দিবেন না। শহরের মোড়ে মোড়ে স্ট্যান্ড বসিয়প টাকা খাচ্ছেন ভাগ পাচ্ছেন। কিন্তু নাগরিকদের সুযোগ সুবিধার দিকে তাদের কোন খবর নেই। এসকল অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে হবে। তারা আরও বলেন, নারায়ণগঞ্জ শহরে লাইসেন্স বিহীন পরিবহন করছে। এগুলো বন্ধ করতে না পারলে লাভ হবে না। তারা সড়ককে বাস ডিপো হিসেবে ব্যাবহার করে। তাদের বিরুদ্ধে কেউ ব্যাবস্থা নেয় না। প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করলে যানজট পরিস্থিতির উন্নতি ঘটত। আমি আশাকরি তারা সকলে জনকল্যাণে কাজ করবেন।