সংবাদ
যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে
নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রীর করা যৌতুক মামলায় সজীব হাসান (২৯)কে কারাগারে পাঠিয়েছেন আদালত। সজীব হাসান সাময়িক বরখাস্থ একজন পুলিশের কনস্টেবল।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন সজীব হাসান। শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, দুই বছর আগে পারিবারিকভাবে পাঁচ লাখ টাকা কাবিনে সজীবের বিয়ে হয়। ২০২১ সালে বন্দর থানায় কর্মরত থাকাকালে স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। না পেয়ে স্ত্রীকে মারধর করেন। পরে এ ঘটনায় ওই বছরের ২৯ ডিসেম্বর ভুক্তভোগী বন্দর থানায় যৌতুক মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, স্ত্রীর করা যৌতুক মামলায় সজীব নামে একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বর্তমানে পুলিশে কর্মরত নেই।