সংবাদ
রাজীবপুরে নদীতে ডুবে কৃষকের মৃত্যু
কুড়িগ্রামের রাজীবপুরে ব্রহ্মপুত্র নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক কৃষকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৮ নভেম্বর) সকালে ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে রোরো ধান রোপণ করতে যায় ওই ব্যক্তি। ধানের চারা শেষ হলে (নদীর পশ্চিম তীর থেকে পর্ব তীরে) বাড়ির দিকে রওনা হন। কিন্তু পূর্ব তীরে আসার কোনো নৌকা না পেয়ে নদীতে সাঁতার দেন পরে মাঝখানে এসে ডুবে যান তিনি।
নিহত ব্যক্তি হলেন, রাজীবপুর উপজেলার পশ্চিম রাজীবপুর গ্রামের মৃত্যু আব্দুল করিমের পুত্র ছলিম উদ্দিন (৫০) নদীর গর্ভে বসতবাড়ি বিলিন হয়ে যাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলার ঢাকাইয়া পাড়া গ্রামে বসবাস করতেন।
স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত ঘটনা স্থলে আসে রাজীবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দীর্ঘ পাঁচ ঘন্টা পর নদীতে নিখোঁজ হওয়া কৃষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উপজেলার সীমান্তে ঘটেছে তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।