সংবাদ
রাজৈরে হত্যা মামলার আসামি বাবু খালাসী গ্রেপ্তার
মাদারীপুরের রাজৈর উপজেলার চাঞ্চল্যকর এবাদত মুন্সী হত্যা মামলার অন্যতম প্রধান এজাহার নামীয় আসামি বাবু খালাসী (২০)-কে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত বাবু খালাসী রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের কাচাবালী গ্রামের মজিবর খালাসীর ছেলে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় র্যাব-৮, মাদারীপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প ও র্যাব দিনাজপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার, লে. কমান্ডারকে এম শাইখ আক্তার ও স্কোয়াড কমান্ডার এএসপি তুহিন রেজা এবং এএসপি মোস্তাফিজুর রহমান, ও সহকারি পরিচালক মো. হালিউজ্জামান, এর যৌথ অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার বিরল থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান এজাহার নামীয় আসামি বাবু খালাসীকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, কয়েকমাস আগে উপজেলার কবিরাজপুর ইউনিয়নের গুরুজকান্দি গ্রামের আবু জালাল মুন্সীর ছেলে এবাদাত মুন্সী (২২)-সহ তার বন্ধুরা মিলে পিকনিক করে। সেখানে দাওয়াত না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে একই ইউনিয়নের কাচাবালি গ্রামের কয়েক বন্দু। এরই জের ধরে ফেসবুকে হুমকি মুলক একটি স্ট্যাটাস দেয়। সেখানে কমেন্ট করায় বন্ধুদের দুই পক্ষের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
পরে ১৫ আগস্ট সন্ধ্যায় এবাদত ও তার চাচাতো ভাই শাহাদাত মুন্সী (২০)-কে মিমাংসার কথা বলে কবিরাজপুর ছইফ উদ্দিন ডিগ্রি কলেজের পাশে ডেকে নেয় রাকিব। এসময় দুইজনকে ছুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় ঘাতক। পরে ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় ২৫ আগস্ট মারা যায় এবাদত।
এ ঘটনায় ২৬ আগস্ট রাজৈর থানায় একটি মামলা দায়ের করে নিহতের পরিবারের সদস্যরা। ঘটনাটি র্যাবের নজরে আসলে র্যাব-৮, সিপিসি ৩ মাদারীপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে।