সংবাদ
রিজার্ভ নিয়ে সরকার মিথ্যা বলছে: রব
রিজার্ভ নিয়ে সরকার জাতির কাছে মিথ্যা বলছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
জেএসডির ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘স্বৈরাচারের পতন ও রাষ্ট্র রূপান্তরের গণজাগরণ গড়ে তুলুন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
আ স ম রব বলেন, রিজার্ভের বিষয়ে সরকার জাতির কাছে মিথ্যা বলছে। আইএমএফ সত্য তুলে ধরেছে। যে পরিমাণ বিদেশি মুদ্রা রিজার্ভ আছে তা দিয়ে আগামী তিন মাসের পর খাদ্য কেনা যাবে না।
জেএসডি সভাপতি বলেন, সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে আজ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটিয়েছে। দেশকে নৈরাজ্যকর অবস্থায় ফেলে দিয়েছে। তিন মাস পর টাকা দিলেও খাওয়া পাবেন না।
সরকারের উদ্দেশে তিনি বলেন, তোমরা যা করেছো তাতে জাতি তোমাদের ক্ষমা করবে না। ভদ্রভাবে না গেলে পালাতেও পারবে না, সামনে মহাবিপদ আসছে। সবাইকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন করা হবে। তারপর রাষ্ট্র পুনর্গঠন করা হবে।
আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।