সংবাদ
রুপগঞ্জে ছাত্রদলের মিছিলে হামলা
রূপগঞ্জ প্রতিনিধি
রুপগঞ্জে ছাত্রদলের মিছিলে হামলা এবং নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জিানিয়েচে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। সোমবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষে ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এই নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেছেন , দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১৭ সেপ্টেম্বর রুপগঞ্জের ভূলতা এলাকায় ছাত্রদলের আয়োজিত শান্তিপূর্ন মশাল মিছিলে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে আহত করে। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর বিএনপি ও অঙ্গ—সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে এবং পরিবারের সদস্যদেরকে মারধর করাসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
এসময় তারা ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুর দোকান লুট করে মালামাল ও টাকা ছিনিয়ে নিয়ে নিয়ে যায়, সেচ্ছাসেবক দল নেতা শরিফের দোকানের টিভি, ফ্রিজ সহ মালামাল লুট করে। নারায়নগঞ্জ জেলা ছাত্র দলের সহ—সভাপতি মাসুদের বাড়িতে ব্যাপক ভাংচুর লুটপাট করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, “বিভিন্ন অনাচার, নৈরাজ্য ও দূর্নীতির প্রতিবাদ করা একটি গনতান্ত্রিক দেশের নাগরিকদের মৌলিক অধিকার। জনগণের এই মৌলিক অধিকার সমুন্নত রাখার জন্য বিএনপি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। সরকার চাচ্ছে এই ভাবে হামলা নির্যাতনের মাধ্যমে জনগণের প্রতিবাদের ভাষা স্তব্ধ করে রাখতে। তাদের দূর্নীতি দুঃশাসনের ভয়াল রাজত্ব চালিয়ে রাখার জন্য তারা জনগণের বিরুদ্ধে তাদের গুন্ডা বাহিনীকে ক্রমাগত ব্যবহার করে যাচ্ছে। তবে সরকার এইভাবে বেশীদিন তাদের অপশাসন বজায় রাখতে পারবে না। জনগন ফুসে উঠেছে, আর অচিরেই এই জনরোষেই এই সরকারের বিদায় ঘন্টা বাজবে। আমরা এই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে গ্রেফতারের দাবী করছি। একেই সাথে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।