সংবাদ
রূপগঞ্জে আ’লীগের মতবিনিময় সভা
রূপগঞ্জ প্রতিনিধি:
পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, আওয়ামীলীগ উন্নয়নের সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের সার্বিক উন্নয়ন হয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনা দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, রূপগঞ্জ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জায়েদ আলী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন, আলমগীর হোসেন আরো বলেন বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সর্বদা রাজপথে আছি থাকবো, তিনি আরো বলেন ইতিপূর্বে আমি কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই দুইবার সাধারণ সম্পাদক ও কায়েত পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে নিয়ে কায়েত পাড়ায় কাজ করে গেছি এবং বাকি জীবন কাজ করে যাব ইনশা আল্লাহ।