সংবাদ
রূপগঞ্জে দলবেধে ধর্ষণে একজন গ্রেপ্তার
রূপগঞ্জে এক কিশোরীকে (১৫) দলবেধে ধর্ষণের মামলায় আব্দুল লতিফ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কিশোরীর দায়ের করা মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি ( তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, গত ১০ নভেম্বর রাত ৯ টারদিকে উক্ত কিশোরী রিক্সাযোগে রূপগঞ্জের গাউছিয়া মার্কেট থেকে তার ফুফুর বাড়ী লাভরাপাড়ায় রওয়ানা হয়। রিক্সাটি স্থানীয় পাবই এলাকায় পৌছালে লাভরাপাড়া এলাকার খোকন, ফরহাদ, আলমগীর কবির, আব্দুল লতিফ রিক্সাটির গতিরোধ করে জোর পূর্বক ঐ কিশোরীকে তুলে তুলে নিয়ে স্থানীয় সীম গার্মেন্টস এর দক্ষিনপাশে একটি ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক দলবেধে ধর্ষণ করে।
এ ঘটনায় কিশোরী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ওই ৪ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
শুক্রবার সকালে উপজেলার পুলিশ ঠাকুর বাড়ীর টেক এলাকা থেকে পুলিশ আব্দুল লতিফকে গ্রেপ্তার করে। দুপুরে গ্রেপ্তার হওয়া আব্দুল লতিফকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করে।
বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি (তদন্ত) আরাে জানান।