সংবাদ
রূপগঞ্জে প্রাইভেট হাসপাতাল মালিকদের সাথে মতবিনিময়
রূপগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন এর নারায়ণগঞ্জ জেলা শাখার রূপগঞ্জ উপজেলার মালিকদের সদস্য সনদ গ্রহন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে রূপগঞ্জ উপজেলার ভূলতাস্থ নিউ রেডিসন চাইনিজ রেষ্টুরেন্টে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেমোরি হাসপাতালের পরিচালক ডাক্তার ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আইভি ফেরদৌস, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন কবির খোকন, সাধারণ সম্পদক মোঃ মোকাদ্দেস আলী মজুমদার শাহীন, সাংবাদিক ও কলামিষ্ট মীর আব্দুল আলীম, ডাক্তার মিজানুর রহমান, ডাক্তার আবুল কাশেম, নজরুল ইসলামসহ বিভিন্ন হাসপাতালের মালিকগন। উপজেলা স্বাস্থ্য অফিসার ডাক্তার আইভি ফেরদৌস তার বক্তব্যে বলেন, রূপগঞ্জে ২০ টি নিবন্ধিত হাসপাতাল রয়েছে। আর অনিবন্ধিত হাসপাতালের মধ্যে কয়েকটি বন্ধ করা হয়েছে। তিনি বলেন নিবন্ধিত হাসপাতালের রিপোর্ট এখনও ভূল পাই। ইসিজি ও আল্ট্রা রিপোর্ট আরও ভাল করতে হবে। আর যেসব হাসপাতালের কাগজপত্র নাই অভিযান পরিচালনা করে এগুলো বন্ধ করে দেয়া হবে জানিয়ে তিনি বলেন এখন থেকে প্রতিটি হাসপাতাল পর্যবেক্ষনে থাকবে। উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, ডাক্তার নয় এমন লোক ভূয়া ডাক্তার সেজে প্রেসক্রিপশন করছে। এগুলো বন্ধ করতে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। হাসপাতলে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন সারাদেশের ন্যায় রূপগঞ্জেও অনিবন্ধিত হাসপাতাল বন্ধ করে দেয়া হবে।