সংবাদ
লালপুরীর ৪৯তম তরিকত ওরশ মাহফিল
আজ থেকে সপ্তাহব্যাপী মাওলানা নূরুল ইসলাম লালপুরী এর ৪৯তম তরিকত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার তরিকার মহান মোর্শেদ সোনারগাঁ পরগনার হাদী মুবাল্লীগে ইসলাম ও বাংলাদেশ তাবলীগ জামাতের অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা নূরুল ইসলাম লালপুরী ১৯৭৩ সালের ১১ অগ্রহায়ণ পরলোক গমন করেন।সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চরাঞ্চল নুনেরটেক বালুতে তিনি চিরস্থায়ী নিদ্রায় আসন গ্রহন করেন। তাই প্রতি বছর ২৬ নভেম্বর থেকে সপ্তাহবাপী এ তরিকত মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে।
একে কেন্দ্র করে নুনেরটেক এলাকায় সপ্তাহব্যাপী ভক্ত আশেকানরা অবস্থান করেন। এবং তরিকতের বয়ান শুনতে আসেন। এখানে কোরআন খানি, মিলাদ মাহফিল, ভক্ত আশেকানদের মাঝে তবারক বিতরণ করানো হয়। ওয়াজ মাহফিল, যিকির আসকার ও ভক্তিমুলক বিভিন্ন গানের আয়োজন করা হয়।
লালপুরীপীর সাহেবের বড় সাহেবজাদা মাওলানা খাজা মোহাম্মদ মুঈন চিশতী আল ফরাজী তরিকতের খাস বয়ান পেশ করবেন। মিলাদ ও দোয়া পরিচালনা করবেন পীরজাদা নাঈম মোহাম্মদ জাকারিয়া শাহ চিশতী। অনুষ্ঠান পরিচালনা করবেন পীরজাদা ফরাজী মোহাম্মদ হানজালা চিশতী। আরো বক্তব্য রাখবেন, বিশিষ্ট্য ভ্রমন লেখক ও সাংবাদিক কানাডা প্রবাসী পীরজাদা ফজল মোহাম্মদ ওয়েজকরনী বিন লালপুরী, পীরজাদা মোহাম্মদ বাহলুল শাহ। খতমে কোরআন পাঠ করবেন মুফতি আব্দুল কাদির মামুন।