সংবাদ
লাস ভেগাসে ছুরি হামলায় নিহত ২
আন্তর্জাতিক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ছুরিকাঘাতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার লাস ভেগাসের ক্যাসিনো অধ্যুষিত লাস ভেগাস ব্যুলেভার্ডের একপাশের ফুটপাতে স্থানীয় সময় দুপুরের দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থা রয়টার্স।
হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে, তবে তার নাম পরিচয় এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এক সংবাদ সম্মেলনে লাস ভেগাস মেট্রপলিটন পুলিশ বিভাগ (এলভিএমপিডি) জানায়, হতাহতদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকও আছে। সন্দেহভাজন ওই হামলাকারীর বয়স ৩০ এর ঘরে এবং তিনি স্থানীয় নন। একটি লম্বা ধারালো ছুরি ব্যবহার করে হামলা চালান তিনি। এর কিছুক্ষণের মধ্যে তাকে আটক করা হয়। কর্মকর্তারা এখন তার পরিচয় জানাতে পারেননি।
নিহতদের একজন ঘটনাস্থলেই মৃতবরণ করেন। আরেকজনের মৃত্যু হয় নিকটবর্তী একটি হাসপাতালে।
আহত ৬ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিবৃতিতে বলেছে এলভিএমপিডি।
লাস ভেগাসের উপ-পুলিশপ্রধান জেমস লেরোশেল জানান, কোনো ঝগড়া বা বাকবিতণ্ডার ঘটনা ঘটেনি, হামলাকারী হেঁটে পালিয়ে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীরা তার পিছু নিয়েছিল, এর কিছুক্ষণের মধ্যেই তাকে আটক করা হয়।
নেভাদা অঙ্গরাজ্যের গভর্নর স্টিভ সিসোলাক টুইটারে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, বেদনাদায়ক এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
২০১৭ সালের অক্টোবরের লাস ভেগাসে সংগীত উৎসবে অংশ নেওয়া লোকজনের ওপর নির্বিচারে গুলি ছুড়ে ৬০ জনকে হত্যা করে।