সংবাদ
শহরে কর্মবিরতি সমর্থনে নৌ-শ্রমিকদের মর্শাল মিছিল
আগামীকাল ২৮ নভেম্বর সারাদেশে নৌ-পথে নৌ-শ্রমিকদের কর্মবিরতি সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জে নৌ-শ্রমিক ও নাবিকদের মর্শাল মিছিল বের করে। গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় ৫নং ঘাট এলাকায় এই মিছিলটি বের হয়। নৌ-শ্রমিকদের নূন্যতম মজুরী ২০ হাজার টাকা, নদী পথে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাস, মেঘনা নদীতে বালু মহল ইজারাদারদের নৈরাজ্য বন্ধের দাবীতে নৌ-পথে নৌ-শ্রমিকদের কর্মবিরতি ঘোষনা করা হয়। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহআলম নেতৃত্বে মর্শাল মিছিলে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার, আকতার হোসেন, কবীর হোসেন, নজরুল ইসলাম, শাওন মিয়া, মোস্তাফিজুর রহমান, ইব্রাহীম খলিল, ফারুক ইসলাম, পান্না মিয়া, মো. সুমন ভুইয়া সহ নৌ-শ্রমিক ও নাবিকরা। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, নূন্যতম মজুরী ২০ হাজার টাকা সারাদেশের নৌ শ্রমিকরা ৭ দফা দাবীতে ২৮ নভেম্বর থেকে কর্মবিরতি শুরু হবে। সেই দাবি বাস্তবায়নে মর্শাল মিছিলটি বের করা হয়েছে, সকলে ঐক্যবদ্ধ হয়ে দাবিগুলো বাস্তবায়ন করা হবে।