সংবাদ
শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানু হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল। গতকাল রোববার বিকালে শহরের আলী আহাম্মদ চুনকার পাঠাগারের সামনে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কুর নেতৃত্বে এ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক চৌধুরী বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলায় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই। সরকার এভাবে একের পর হত্যা করে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়। তাই সবার আগে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাকে মুক্ত না করা পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল মাঠে আছে এবং থাকবে। সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নূরে আলম ভূঁইয়া তানুকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। তাদের সন্ত্রাস আজ কোন পর্যায়ে চলে গেছে। সারাদেশে তারা খুন-গুমের রাজনীতি চালিয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, আজ সারাদেশে বিএনপির যে শান্তিপূর্ন বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে সেখানেও সরকার বাধার সৃষ্টি করছে। এত বাধা ও প্রতিকূলের মাঝেও বিএনপির বিভাগীয় সমাবেশগুলো সফল হওয়ায় সরকারের আরও বেশি মাথা খারাপ হয়ে গেছে। আপনারা দেখেছেন ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশেকে কেন্দ্র করে তারা সকল প্রকার পরিবহন অঘোষিত ধর্মঘটের নামে বন্ধ করে দিয়েছে। তবুও তারা সেই সমাবেশে জন¯্রােত আটকাতে পারেনি। সেই সমাবেশে যে লাখো লাখো মানুষের উপস্থিতি ছিলো তা শুধু দেশবাসীই নয়, সারা বিশ^বাসী দেখেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপি নেতাকর্মীদের বুকে গুলি ছুড়ছে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা এ গুলিকে ভয় পায়না। বিনাস্বার্থে এ দেশের গণতন্ত্রের জন্য বিএনপি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আমরা তানুর মত শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। যতদিন এ অবৈধ সরকারের পতন না হবে, ততদিন আমরা কেউ ঘরে ফিরে যাবো না। আজ আমার ভাই রক্ত দিয়েছে, এ রক্তের হিসাব একদিন আপনাদের দিতে হবে। এ দেশেই আপনাদের বিচার হবে, এ দেশের জনগণই আপনাদের বিচার করবে, ইনশাআল্লাহ্। সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু বলেন, এ হত্যার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আমাদের সহকর্মী রাজপথের লড়াকু সৈনিক তানুর জন্য কষ্টে আমরা বুক ফেটে যাচ্ছে। আজ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আর এ অন্যায় সহ্য করবো না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এ অন্যায় ও জুলুমের প্রতিবাদ করবো। বক্তব্য শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্ডলপাড়া মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ সাধারন সম্পাদক রাজু আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক জনী দেওয়ান, বন ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য শাহীনুর ইসলাম সুমন, মো: কামাল, মো: কাইয়ূম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক কামরুল হাসান শরীফ, বন্দর উপজেলা শাখার আহ্বায়ক মো: মনির, সদস্য সচিব মো: জুয়েল, যুগ্ম আহ্বায়ক মো: আলতাব হোসেন, বন্দর থানা শাখার আহ্বায়ক মো: পাপ্পু প্রমূখ।