সংবাদ
শাওনের রক্তও প্রতিবাদ করেছে-রোজেল
ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল বলেছেন, শাওন নিহত হওয়ার পরে ঠিকমত জানাজাও দিতে পারেনি এ এলাকার মানুষ। একটি মৃতদেহকেও এ সরকার ভয় পায়। প্রশাসন লাশ ছিনতাই করে রাতের অন্ধকারে চুপিচুপি লাশ দাফন করেছে। শাওনের রক্তও প্রতিবাদ করেছে। গতকাল শনিবার নারায়ণগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে গুলিতে নিহত শাওন প্রধানের বাড়িতে খোঁজ খবর নিতে যান বিএনপি নেতারা। এসময় কথাগুলো বলেন তিনি। এর আগে শাওনের কবর জিয়ারত করেন বিএনপি নেতারা। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের মহাসচিব শাওন নিহত হওয়ার পরের দিনই এখানে এসেছেন। আমাদের প্রায় তিনশো নেতাকর্মী মুমূর্ষু অবস্থায় ছিল এখনও আছে। আমরা তাদের পাশে আছি তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। শাওনের পরিবারের সাথেও আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের যোগাযোগ আছে। আগামী দশ তারিখ শাওন হত্যার চল্লিশ দিন। ১০ তারিখে আমরা শোকর্যালি করবো। তাই আমরা আজ এসে কবর জিয়ারত করেছি। আমরা সবসময় তার পাশে ছিলাম আছি এবং থাকবো। তিনি আরও বলেন, বিএনপি সহিংসতায় বিশ্বাসী নয়। বিএনপি শান্তিপূর্ণ সম্প্রীতিতে বিশ্বাসী। এটা আমরা প্রমান করে দিতে চাই। অপপ্রচারকারীরা দেশ ও জাতির শত্রু। মাথায় আঘাত দিলেও আঘাত অন্তরে আঘাত দিলেও আঘাত। আমরা তাদের অন্তরে আঘাত করবো। দেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, দলের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। আমরা সকলেই এক ভাইয়ের আরেক ভাই। আপনারা শাওনদের খবর নিবেন। আজ সবাই এখানে এসেছেন তাই আপনাদের ধন্যবাদ জানাই। এসময় ফতুল্লা থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শাওনের পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।