সংবাদ
শীতলক্ষ্যায় নৌকা ডুবি ৩ বন্ধু নিহত
বন্দর প্রতিনিধি
বন্দরে শীতলক্ষ্যা নদীতে ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবে এক স্কুল ছাত্রসহ ৩ বন্ধু নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে বন্দরের নবীগঞ্জ ফেরী ঘাট এলাকায় থেমে থাকা একটি ফেরীর সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো নারায়ণগঞ্জের খানপুর এলাকার মেহেদী হাসানের ছেলে জিমি (২০), একই এলাকার জিয়া রহমানের ছেলে শাওন (১৬) এবং শাহজাজানের ছেলে রিফাত (১৭)। নিহতদের মধ্যে রিফাত নারায়ণগঞ্জ আই ই টি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ডুবে যাওয়া নৌকার মাঝি আলমগীর ওরফে পোকাকে আটক করেছে নৌ থানা পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শী উজ্জল নামে এক যাত্রী বলেন, গতকাল শুক্রবার রাত ৯টায় বন্দরের নবীগঞ্জ ফেরী ঘাট থেকে হাজীগঞ্জ ঘাটে যেতে ১৪ জন যাত্রী মাঝি আলমগীরের নৌকায় উঠে। নৌকার সামনের অংশে যাত্রী বেশি থাকায় সামনের অংশটি দেবে ছিল। এরই মধ্যে ইঞ্জিন চালিত নৌকাটি থেমে থাকা ফেরীর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। নৌক ডুবির ২ ঘন্টাপর রাত ১১টার দিকে নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে শাওন ও জিমির লাশ উদ্ধার করা হয়। রাত ১২টায় উদ্ধার হয় রিফাতের লাশ। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন আহম্মদ বলেন, রাত সাড়ে ৯টার দিকে নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন নিখোঁজ ছিল। ৩ জনের লাশই উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন বলেন, এ ঘটনায় নৌকার মাঝি আলমগীরকে অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগে আটক করা হয়েছে। নৌকার ৩ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বজনরা নদীর তীরে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। শত শত মানুষ নদীর পাড়ে ভীড় জমায়। লাশ উদ্ধারের সময় বন্দর থানার ওসি দ্বীপক চন্দ্র সাহা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।