সংবাদ
শীতে ঠোঁটের পরিচর্যা
শীতে ঠোঁট ফাটা প্রতিরোধের উপায়
শীতের প্রথম প্রহর শুরু হয়ে গেছে। দেখা যায় কারও সারা বছর ঠোঁট ফাটে আবার কারও কারও শুধু শীতকালে ঠোঁট ফেটে থাকে। যদি আপনার শীতকালে ঠোঁট বেশি ফেটে যায় ও রক্ত পড়ে তাহলে ঠোঁটের প্রতি বিশেষ যত্ন প্রয়োজন। সাধারণত শীতকালে আবহাওয়ায় জলীয়বাষ্প কমে যাওয়ায় ত্বক শুকিয়ে যাওয়ার ফলে ঠোঁট ফেটে যায়। এ সময় ত্বকের চেয়েও রুক্ষ হয়ে ওঠে ঠোঁট। ঠোঁট ফাটা ঠেকাতে সাধারণত শীতকালে চ্যাপস্টিক, লিপবাম আর পেট্রোলিয়াম জেলি ইত্যাদি ব্যবহার করে সমস্যা সমাধান হয়। এ ছাড়া ঘরোয়াভাবেও আপনি ঠোঁট ফাটা প্রতিরোধ করতে পারেন।
নারিকেল তেলের ব্যবহার
* ঠোঁট ফাটা ঠেকাতে দীর্ঘদিন ধরেই নারকেল তেলের ব্যবহার ভালো। নারিকেল তেলে আছে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড যা ঠোঁটের শুষ্কতা দূর করে।
অলিভ অয়েলের ব্যবহার
* অলিভ অয়েলকে প্রাকৃতিক ময়েশ্চাজার বলা হয়।