সংবাদ
শৈলকুপায় ঐহিত্যবাহী লাঠি খেলা
খেলার খবর
বাজছে ঢাক, ঢোল আর কাসার ঘণ্টা। তালে তালে উৎসুক জনগণের আনন্দ দিতে চলে নৃত্য। এর পরই শুরু হয় লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে রক্ষা আর প্রতিপক্ষকে কাবু করার জন্য মেতে ওঠেন লাঠিয়ালরা। আর এই নির্মল আনন্দ উপভোগ করেন শত শত দর্শক। হাততালিকে মুখরিত হয়ে ওঠে খেলার স্থান। মঙ্গলবার ৬ সেপ্টেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামবাসীর আয়োজনে কুমারনদের পাড়ে এমনই এক আসর বসেছিল।
মনোমুগ্ধকর লাঠি খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু ভিড় জমান সেখানে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। জায়গা না পেয়ে কেউবা গাছের ডালে আবার কেউবা বাশঝাড়ে উঠে খেলা উপভোগ করেন। বর্তমান যুব সমাজকে অপরাধের হাত থেকে দুরে রাখতে আর গ্রামীণ ঐতিহ্য তাদের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন প্রতিনিয়ত চান দর্শকরা।
জমজমাট এ লাঠি খেলা উপভোগ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কবিরুল ইসলাম প্রমুখ।
খেলোয়াড়রা বলেন, মানুষকে খেলা দেখিয়ে আনন্দ পান তাই গ্রাম-গ্রামান্তরে ছুটে আসেন খেলা দেখাতে।
মির্জাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানান, ‘অতীত ঐতিহ্যকে ধরে রাখতেই এ আয়োজন। প্রতিবছরই লাঠি খেলায় প্রচুর লোকের সমাগম হয়। গ্রামবাংলার এ ঐতিহ্য যেন হারিয়ে না যায়, নতুন প্রজন্ম যেন মনে রাখে এ কারণেই এ খেলার আয়োজন করেছি।’