সংবাদ
শোকাবহ আগস্ট উপলক্ষ্যে শিক্ষার্থীদের নতুন জামা উপহার
শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ১৫ জন মাদ্রাসা শিক্ষার্থীকে নতুন পাঞ্জাবী পায়জামা বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা কমিউনিটি পুলিশ। গতকাল বুধবার বিকাল ৫ টায় শহরের অক্টোফিস ইম্পেরিয়াল স্কুলের ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে আত্মার মাগফেরাত কামনায় ওই পোশাক বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কমিটমেন্ট ডেভলপারর্সের চেয়ারম্যান আব্দুল আজিজ। সভায় সভাপতিত্ব করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা কমিউনিটি পুলিশের সভাপতি ইদি আমিন ইব্রাহীম খলিল। এ সময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সরদার ব্রিকস ফিল্ডের চেয়ারম্যান শাহাদাত হোসেন, বন্দর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল খাঁন, এনায়েত নগর ইউনিয়ন পরিষদ সদস্য কামরুল হাছান, শহীদ প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আজাহার উদ্দিন, নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি এইচ এম রাসেল হোসেন ও মানবিক নারায়ণগঞ্জের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম নিজাম প্রমুখ।