সংবাদ
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ও মিছিল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাজারমূল্যের বিবেচনায় আইন করে ২০ হাজার টাকা ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ করা, শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন প্রদান এবং শ্রম আইন ও বিধিমালার শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমূহ বাতিল করার দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫ টায় সারাদেশে দাবি দিবসের কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলার সাধারণ সম্পাদক গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি হাসনাত কবীর, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, রূপগঞ্জ উপজেলার সভাপতি মো. সোহেল, রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ জেলার সংগঠক খোরশেদ আলম, শ্রমিক ফ্রন্ট নেতা আনোয়ার খান, মোফাজ্জল হোসেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের উচ্চমূল্যে শ্রমিকের জীবন বিপর্যস্ত। ইতোমধ্যে শ্রমিকের খাদ্য তালিকা থেকে অনেক খাদ্য বাদ দিয়েছে। সরকার জিনিসপত্রের দাম কমাতে সম্পূর্ণ ব্যর্থ। এ অবস্থায় শ্রমিকের মজুরি বাড়ানো যুক্তিসঙ্গত। দেশের শ্রমজীবীদের পরিশ্রমে উৎপাদন হয়। অথচ দেশে শ্রমজীবীদের কোন জাতীয় ন্যূনতম মজুরি নেই। আইন করে দেশের সমস্ত শ্রমজীবীদের জন্য ন্যূনতম মজুরি করতে হবে। বর্তমান বাজার দর বিবেচনায় জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজারের কম হতে পারে না। শ্রমিকদের দীর্ঘদিনের দাবি রেশন প্রদানের। সরকার টিসিবির মাধ্যমে কম মূল্যে কয়েকটি খাদ্য পণ্য দিচ্ছে। এটা বাজার দামের থেকে সামান্য কম। এটাও শ্রমিকদের জন্য কেনা কঠিন। তার উপর আছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিসিবির খাদ্য পণ্য সংগ্রহ করা। কর্মজীবীদের জন্য কাজ ফেলে এতো সময় দেয়া সম্ভব হয় না। বর্তমান সংকট মোকাবিলা করে উৎপাদনকে চালিয়ে নিতে শ্রমিকদের আর্মি রেটে রেশন দিতে হবে।