সংবাদ
সমাজ ব্যবস্থাকে শক্ত হাতে ধরতে হবে
ফতুল্লা প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন,সমাজ থেকে অন্যায় অপরাধ, দূর্নীতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করতে হলে এলাকার সমাজ ব্যবস্থাকে শক্ত ভাবে ধরতে হবে। তবে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সমাজের উন্নয়নমুলক কাজ করতে হলে কাউকে না কাউকে এগিয়ে আসতে। ছমিরনগর মাদ্রাসা আবুল হোসেন প্রথম উদ্যোগ নেন। আজ মাদ্রাসার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। ছমিরনগরে রাস্তার কাজ শেষ হয়েছে তবে একটি কাজ বাকি আছে আগামী ডিসেম্বর-জানুয়ারী মাসে শেষ হবে। মাদ্রাসার সকল উন্নয়নে পাশে থাকার ঘোষনা দেন।
হুসাইনিয়া দারুল উলুম ইসলামিয়া ছমিরনগর মাদ্রাসার নব নির্বাচিত পরিচালনা পরিষদের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গনে হুসাইনিয়া দারুল উলুম ইসলামিয়া ছমিরনগর মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি হাজ্বী ইদ্রিস আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিত সভায় উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার মহিউদ্দিন ভূইয়া, ৮নং ওয়ার্ড মেম্বার সেকান্দর আলী, ৯নং ওয়ার্ড মেম্বার আমজাদ হোসেন বাঁধন, সমাজসেবক সিদ্দিকুর রহমান, আনোয়ার আলী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী, সমাজসেবক কাশেম দেওয়ান, হাজ্বী আবুল হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ভেন্ডার, সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, আজগর আলী মাদবর, কে এস আক্তারুজ্জামান, পিয়ার হোসেন, শাহাবুদ্দিন মাদবর, জহিরউদ্দিন মাদবর, আজগর আলী মাদবর, আব্দুর রব, সোহরাব হোসেন দেওয়ান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে ইদ্রিস আলী দেওয়ান বলেন, ছমিরনগর রাস্তাঘাটের অবস্থা ভাল ছিলনা। ছমিরনগর বাসীর প্রতি চেয়ারম্যান সাহেব ব্যপক উদারতা দেখিয়েছেন। মাদ্রাসার উন্নয়নে তার অবদান রয়েছে। সকল রাস্তাঘাট আরসিসি ঢালাই করে দিয়েছেন। যারা মাদ্রাসা পরিচালনার দায়িত্ব পেয়েছেন অবহেলা না করে নিজ নিজ উদ্যোগে দায়িত্ব পালন করে যাবেন। পরে সকলের মঙ্গল ও দীর্ঘজীবন কামনা করে মোনাজাত পরিচালনা করেন হুসাইনিয়া দারুল উলুম ইসলামিয়া ছমিরনগর মাদ্রাসার অধ্যক্ষ তামিম হাসান।