সংবাদ
সরকারকে কঠোর হুঁশিয়ারি রিজভীর
বাংলাদেশ বার্তা রিপোর্ট
এখন থেকে যেখানেই হামলা হবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে আহত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতির বাবা-মাকে দেখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, ছাত্রদল নেতা মাসুদকে না পেয়ে তার বাড়িঘর ভাঙচুর ও পরিবারের ওপর হামলা সরকারের চরম নৃশংসতার বহিঃপ্রকাশ। এই ঘটনা সকল নিষ্ঠুরতাকে হার মানিয়েছে।
তিনি বলেন, এ সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে ভয় পাইয়ে দিতে চায়। হামলা, মামলা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না। জুলুম নির্যাতন করে এই সরকারের শেষ রক্ষা হবে না।
বিএনপির এই নেতা বলেন, সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ। এর জবাব জনগণ অচিরেই দেবে।