সংবাদ
সরকারের বিরুদ্ধে না’গঞ্জে গনসংহতির মানববন্ধন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে হুশিয়ারি দিয়ে গনসংহতি নারায়ণগঞ্জ জেলা শাখার সম্বনয়ক তরিকুল সুজন বলেন, মানুষকে ভয় দেখাবেন না। আপনি বলছেন ২০২৩ সালে দূভির্ক্ষ আসবে, কেনো দূভির্ক্ষ আসবে? বাংলাদেশের যে দু:শাসন আপনি করেছেন সেটার জন্য আপনি দায়ি। আজকে ঘরে ঘরে বিদ্যুৎ নাই। শিল্প কারখানার সমস্ত উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে আপনার জন্য। তার সব দায়ভার আপনি। গতকাল শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবন প্রাঙ্গনে রাজনৈতিক সভা, সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন ও গলি হত্যার বন্ধ করার প্রতিবাদে বিক্ষাভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনি জনগনকে সঞ্চয় করার কথা বলছেন, কিন্তু আপনার মন্ত্রী এমপিরা জনগনের পকেট কেটে জনগনের সম্পদ লুটপাট করে সর্বত্র জায়গায় টাকা পাচার করছে। আর জনগনকে বলছেন সঞ্চয় করতে শ্যাম প্রধানমন্ত্রী। আপনার মুখে এটা মানায় না। প্রধানমন্ত্রী বাংলাদেশকে তার বাপ দাদার জমিদারি মনে করেন বলে মন্তব্য করেন তরিকুল সুজন। তিনি বলেন, আমরা বলতে চাই বাংলাদেশ আপনার (প্রধানমন্ত্রী) বাপ দাদার জমিদারি নয়। এটা ১৯৭১ সালে যারা যুদ্ধ করে স্বাধীন এনেছে। এটা আপনার জমিদারি ব্যবস্থা নয়। আজকে আপনি যে জমিদারি কায়েম করছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারের হরণ কেড়ে নিয়েছেন। তরিকুল সুজন বলেন, আমাদেরকে আর ভয় দেখাবেন না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। দূভির্ক্ষের জন্য নয়, আপনাকে উৎখাত করার জন্য। ক্ষমতায় বসে আপনি যে দম্ভ করছেন সেটা ভেঙ্গে যাবে। মনে রাখবেন, এরশাদ ও কম দম্ভ আলা লোক ছিলেন না। এরশাদের দম্ভও টিকে নাই, আপনারও দম্ভ টিকবে না। তিনি আরও বলেন, আপনারা রাজনীতি বলতে বুজেন মারামারি। কথায় কথায় বলেন খেলতে আসুন, খেলতে আসুন। বাংলাদেশের রাজনীতিকে আপনি এমন জায়গায় নিয়ে গেছেন উচ্চবংশ ও মধ্যবিত্তরা ভোটেকেন্দ্রে যেতে পারেন না। বাংলাদেশের একটি বৃহত্তর অংশ দেশের রাজনীতিকে ঘৃনা করে আপনাদের জন্য। আপনারা বাংলাদেশকে একটি জাহান্নামের জায়গায় ঠেলে দিয়েছেন। আওয়ামীলীগ সরকারের আমলে মানুষের ঈমান নেই উল্লেখ করে গনসংহতি আন্দোলনের এ নেতা বলেন, মানুষের রোজগার আজকে হালাল নাই, হারাম হয়ে গিয়েছে। তারা মানুষকে মিথ্যার আশ্রয় দিচ্ছে। প্রধানমন্ত্রীর আমলে আমাদের ইহকাল পরকাল টিকছে না। প্রধানমন্ত্রী আমাদের ইহকালের শত্রু নয়, পরকালের শত্রুতেও রুপান্তরিত হয়েছে। যারা আমাদের ইহকাল ও পরকালকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে তাদেরকে আমরা ক্ষমতার মস্তকে রাখবো না। সমাবেশে আগামী ২৮ অক্টোবর গনতন্ত্র মঞ্চের ব্যানারে বিশাল সমাবেশ করবে বলে জানান তরিকুল সুজন। সে সমাবেশে সরকার প্রধানকে, ডিসিকে ও এসপিকে নতুন বার্তা দিবেন বলে জানান তিনি। তিনি বলেন, সাবধান হয়ে যান জনগনকে আর ভয় দেখাবেন না। তাদের জীবন নিয়ে আর খেলবেন না। এসময় উপস্থিত ছিলেন গনসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, নারী সংহতি আন্দোলনের সদস্যসচিব পপি রানী সরকার, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ইলিয়াস জামান, সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনাসহ আরও অনেকে।