সংবাদ
সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙে দিলো রাজউক
নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে দুটি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় এক বাড়ির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খান বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করা সম্পূর্ণ বে-আইনি। তাই আমরা ওই সব বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছি। এছাড়া বাড়ির মালিক শাহাদাত হোসেনকে দুই লাখ টাকা, সমিতি বিল্ডিং কর্তৃপক্ষকে তিন লাখ টাকা, নাছির উদ্দিন নামে এক বাড়ির মালিককে চার লাখ টাকা ও আনিসুর রহমান নামে আরেক বাড়ির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, এসব বাড়ির মালিকরা ভবিষ্যতে ফের এ ধরনের অপরাধ করে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।