সংবাদ
সিদ্ধিরগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান
সিদ্ধিরগঞ্জে নকশাবহির্ভূত ও বিধি নিষেধ অমান্য করে কামাল গংদের নির্মাণাধীন দুইটি বহুতল ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ণ কর্তৃপক্ষ (রাজউক)। ভেঙে দেওয়া হয়েছে ভবনের সীমানা প্রাচীর, বারান্দা ও নীচ তলার পাকিং স্থানে নির্মিত দোকান। বাড়ির মালিককে জরিমানা করা হয়েছে ৩ লাখ টাকা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাইনাদি পূর্বপাড়া এলাকায় রনি সিটিতে রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খানের নেতেত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঘুষ নেয়ার অভিযোগে রিপন হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আর ঘুষ দেওয়ার অভিযোগে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খান জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় বিষয়টি রাজউকের নজরে এলে ভবন মালিকদের নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা এর জবাব না দিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখেন। বিধিনিষেধ অমান্য করায় ভবনগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় আব্দুস সালাম নামে এক ভবনের মালিককে ৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। আর ঘুষ দেয়া ও নেয়ার অভিযোগে আটক দুইজনের বক্তব্য পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে।