সংবাদ দেখার জন্য ধন্যবাদ

সিদ্ধিরগঞ্জ থানা থেকে ১৬’অফিসার বদলী
সিদ্ধিরগঞ্জ থানার ওসির সাথে ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দের কারণে থানা থেকে ৩’পরিদর্শকসহ ১৩’অফিসার বদলী। ক্ষমতাধর ওসি কামরুল ফারুকের সাথে বাগবাটোরা নিয়ে দ্বন্দের কারণে তাদের বদলী করা হয়েছে। মাত্র ১৩’মাসে ওসি কামরুল ফারুকের নিকট পরাজিত হয়েছেন ৩’জন পরিদর্শকসহ ১৩’এসআই-এএসআই। সর্বশেষ গত ১০’সেপ্টেম্বর অবৈধ ভাবে মিতালী মার্কেটের কর্তৃত্ব দখলের সহায়তা হিসেবে নেওয়া মোটা অংকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুকের সাথে পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদারের তুমুল বাক বিতন্ডার ঘটনা ঘটে। ১২’টা থেকে সাড়ে ১২’টা পর্যন্ত প্রায় ৩০’মিনিট সিদ্ধিরগঞ্জ থানার ওসি’র কক্ষের সামনে দু’ জনের মধ্যে বাক বিতন্ডার ঘটনা ঘটে। পরে থানার ওসি (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেলসহ অন্যান্য অফিসাররা এসে উভয়কে শান্ত করেন। বিষয়টি জানতে পেরে জেলা পুলিশ সুপার মোঃ জাহিদুল আলম সিদ্ধিরগঞ্জ থানার ওসি (অপারেশন) রুবেল হাওলাদারকে তাৎক্ষনিক সোনারগাঁও থানায় বদলীর আদেশ দেন। পুলিশের বিভিন্ন সূত্রের সাথে কথা বলে এমনটাই জানা গেছে। ওসি মোঃ কামরুল ফারুক ২০১৯ইং সালের ৪ আগষ্ট সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের পর নানা কারনে বিতর্কিত হয়ে উঠে ওসি কামরুল ফারুক। ফুটপাতে চাঁদাবাজিসহ এসব কারণে এরই মধ্যে পুলিশের মহাপরিদর্শক আইজিপিসহ বিভিন্ন দপ্তরে তার নামে একাধিক অভিযোগ জমা পরে। এদিকে ওসি কামরুল ফারুক থানায় তার কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি ও ডিআইজির সাথে তার ব্যাক্তি ছবি দেয়ালে টানিয়ে রেখেছেন। পুলিশ অফিসারসহ সাধারন মানুষকে আগাম ভয় বা হুমকী হিসেবে দেখানোর জন্য তার কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, আইজিপি ও ডিআইজির সাথে তোলা ব্যাক্তি ছবি দেয়ালে টানিয়ে রেখেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক পুলিশ সদস্যরা। ওসি (অপারেশন) রুবেল হাওলাদার ছাড়াও ওসি কামরুল ফারুকের দ্বন্দে কারণে গত ৮ জুন সিদ্ধিরগঞ্জ থানা থেকে বন্দর থানার ধামগর ফাঁড়িতে সরিয়ে দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) আজিজুল হককে। একই ভাবে গত বছরের ১০ ডিসেম্বর পরিদর্শক (অপারেশন) এর দায়িত্বে থাকা এইচ এম জসিম উদ্দিন চৌধুরীকে রূপগঞ্জ থানায় বদলী হয়ে যান। একই ভাবে সিদ্ধিরগঞ্জ থানার চৌকস অফিসার হিসেবে পরিচিত এসআই ইব্রাহিম পাটোয়ারী ও এসআই সামসুল আলমকে গত বছরের ১৭ নভেম্বর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় চলে যেতে হয়েছে। এছাড়াও এসআই জসিম উদ্দিনকে গোপালগঞ্জ জেলায়, এসআই কামরুল ইসলামকে ফরিদপুর জেলায়, এসআই জয়নাল আবেদিনকে সোনারগাঁ থানার তালতলা পুলিশ ফাড়ীঁ, এসআই হাফিজুর রহমানকে ফতুল্লা মডেল থানায়, এএসআই হেমায়েত উদ্দিন(পিপিএম)কে ঢাকা জেলায়, এএসআই আব্দুর রহমান বাচ্চুকে কিশোরগঞ্জ জেলায়, এএসআই সাইফুল ইসলামকে সিলেট জেলায়, এএসআই রফিকুল ইসলামকে আড়াইহাজার থানার কালাপাহাড়ীয়া ফাঁড়ীতে, এএসআই আব্দুর রহিমকে আড়াইহাজার থানার গোপালদী ফাঁড়ীতে, এএসআই শাহাদাত হোসেকে র্যাবে, এএসআই বেলায়েত হোসেনকে শরিয়তপুর জেলায় বদলী করা হয়েছে বলে জানা গেছে। ওসি কামরুল ফারুকের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো উর্দ্ধতন কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন জরুরী বলে মনে করছে সচেতন মহল।
Comment Heare
সদ্যপাওয়া
ফিচার

ডাকবাক্স এখন কালের সাক্ষী
শহর কিংবা মফস্বলে ডাক বাক্সগুলোর কচিৎ দেখা মিলে। মফস্বলে বড় কোন বটগাছে সেঁটে থাকা কিংবা শহরে রাস্তার পাশে সটান দাঁড়িয়ে থাকা মানুষ সমান লাল রংয়ের ডাকবাক্সগুলো কার্যত এখন অচল। পোস্টম্যানও নেই, নেই চিঠিও। কেউ এখন চিঠি লিখে না। চিঠি লেখার […]
স্বাস্থ্য

মস্তিষ্কের জন্য কলা ভালো
কলা কেবল স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে। পুষ্টিবিজ্ঞানে কলার উপকারী দিকগুলো বহু আগেই চিহ্নিত করা হয়েছে। সেইসব তথ্য নিয়েই এই আয়োজন। মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী কলা। কলা ট্রিপ্টোফান সমৃদ্ধ যা সেরোটোনিনয়ের কাজ করে। মস্তিষ্কে সেরোটোনিনয়ের অভাবে হতাশার […]
মতামত

সংকটে মার্কেটিং: বাজারে অবস্থান গ্রহণ
(গত সংখ্যার পর) অবস্থান গ্রহণের সবচেয়ে ভালো সুপারিশ করেছেন Al Rises Jack Tour । তাঁরা তিনটি কৌশলের কথা সুপারিশ করেছেন। এর প্রথমটি হচ্ছে কোম্পানির মূল শক্তিটিকে মানুষের সামনে উদ্ভাসিত করা এবং সেটাকেই আরো শক্তিশালীকরণের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেয়া। […]
নামাজের সময়
ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৪১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:১১ অপরাহ্ণ |
আছর | বিকাল ৩:১৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:৪২ অপরাহ্ণ |
এশা | রাত ৭:০০ অপরাহ্ণ |
ইতিহাস ঐতিহ্য

না’গঞ্জে মসজিদের ভেতরে মসজিদ
৫৩৮ বছরের পুরনো এক গম্বুজবিশিষ্ট মসজিদ রয়েছে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকায়। স্থানীয়রা একে জিনের মসজিদ হিসেবে আখ্যায়িত করে থাকেন। কেউবা বলেন গায়েবী মসজিদ। তবে মসজিদটি মন্ডলপাড়া জামে মসজিদের অভ্যন্তরে অবস্থিত হওয়ায় দীর্ঘদিন ধরেই রয়েছে লোকচক্ষুর অন্তরালে। এই মসজিদটি নির্মিত হয়েছিল […]
পুরনো সংখ্যা
তথ্য-প্রযুক্তি

ফেসবুকের নতুন ভার্সনে যেসব সুবিধা
ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য পুরোনো সেই ক্ল্যাসিকাল রুপ বদলে আধুনিক নতুন ডিজাইনে আসছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ইতোমধ্যে কম্পিউটার থেকে ফেসবুকে লগিইন করলেই ভেসে উঠছে ক্ল্যাসিক সংস্করণের বিদায়ের বার্তা। চলতি সেপ্টেম্বর থেকেই সব ব্যবহারকারীকে ফেসবুকের নতুন […]
সকল জেলা
নারী-শিশু

বদলে যাওয়া ভুবনে টলমল শিশুরা
এই বছরই স্কুল শুরু হয়েছিল সাফিরের, ঢাকার মিরপুরের চারুপাঠ হাতেখড়ি স্কুলের প্লে-গ্রুপে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু শিক্ষক আর বন্ধুদের সঙ্গে সখ্য গড়ে উঠতে না উঠতেই মহামারীর ছোবলে এখন ঘরবন্দি শিশুটি। শুরুতে বোঝানো গেলেও এখন সামলানো কঠিন হয়ে পড়েছে বলে […]







অর্থ বাণিজ্য

আল-আরাফাহ্’র টাকা মেরে দিয়েছেন অনেকেই
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াত চক্রের অনেকেই গা ঢাকা দিয়েছেন। জাল দলিলের মাধ্যমে মর্টগেজ (বন্ধক) দিয়ে হাজার হাজার কোটি টাকা ঋণের কমিশন নিয়ে কেউ কেউ চলে গেছেন বিদেশে। এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত অনেক কর্মকর্তাও চাকরি ছেড়ে বিদেশে পালানোর চেষ্টায় রয়েছেন […]
বিজ্ঞাপন

প্রবাস

ভিসার মেয়াদ নিয়ে উদ্বিগ্ন সৌদি প্রবাসীরা
সৌদি ইকামা-ভিসা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। চাকরি বাঁচাতে মরিয়া প্রবাসীরা মঙ্গলবার মন্ত্রণালয় ও কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন। এদিকে প্রবাসীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতরের মহাপরিচালক জানান, ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না। ঘোষণার দিয়েও সৌদি আরব কেন ইকামার […]
Leave a Reply
You must be logged in to post a comment.