সংবাদ
সোনারগাঁয়ে আওয়ামীলীগ কার্যালয়ে ভাঙচুর
সোনারগাঁ উপজেলার পিরোজপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে হামলার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, হামলায় পিরোজপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করা হয়। এ সময়ে অফিসের চেয়ার, টেবিল, ফ্যান, লাইট ব্যাপক ভাবে ভাঙচুর করা হয়েছে। অভিযোগ উঠেছে গত ১১ ই নভেম্বর পিরোজপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড থেকে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার যুব মহাসমাবেশে অংশ নেয় এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল জলিল, পিরোজপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারি, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সবুর খান এর নেতৃত্ব অতর্কিতভাবে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে আগামী ১০ ডিসেম্বরের পরে ০৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কাউকে তারা এলাকায় থাকতে দিবে না বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।