সংবাদ
সোনারগাঁয়ে কিশোর গ্যাং লিডার সাবিক গ্রেফতার
সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ পৌরসভার কিশোর গ্যাংয়ের প্রধান সন্ত্রাসী নবনূর হোসেন সাবিককে গতকাল বুধবার দূপুরে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।পৌরসভার ৫নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর দুলাল হোসেন ও তার ভাই ভাগিনাকে হত্যা চেষ্টা মামলায় সে ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসেবে পলাতক ছিলো। তবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পৌর এলাকায় তার নিজস্ব কিশোর গ্যাং বাহিনী দিয়ে সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরে ঘুরতে আসা পর্যটকদের কাছ থেকে ছিনতাই, চাঁদাবাজি, এলাকায় ভূমিদস্যুতা, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যেতো। নবনূর হোসেন সাবিক পৌরসভার ৫নং ওয়ার্ডের নোয়াইল এলাকার মৃত মনির হোসেনের ছেলে। এলাকাবাসী জানান, সাবিক নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে পৌর এলাকায় নিজস্ব বাহিনী তৈরী করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, জোরপূর্বক জমি দখলে সহায়তা, পর্যটকদের আটক করে টাকা, স্বর্ণালংকার ছিনতাই, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে সাধারণ মানুষকে হত্যা চেষ্টা সহ মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপকর্মের হোতা হলো সাবিক। তার নিজস্ব কোন অর্থ উপার্জনের উৎস না থাকলেও সে আলিশান ভাবে একের পর এক গাড়ী পাল্টিয়ে ঘুরে বেড়ায়। তাছাড়া বিভিন্ন দফতরের পুলিশ কর্মকর্তাসহ ক্ষমতাশালী রাজনৈতিক নেতাদের সাথে ছবি তুলে নিজের অপরাধের সম্রাজ্য চালিয়ে যাচ্ছে এই সাবিক। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরবাসী জানায়, তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যা চেষ্টা, কাউন্সিলরকে হত্যাচেষ্টা, চাঁদাবাজিসহ একাধিক মামলা থাকার পরও সে বীরদর্পে পৌর এলাকায় সন্ত্রাসী কর্মকা- করে এবং কিশোরগ্যাংয়ের রাজত্ব কায়েম করে ত্রাসের সৃষ্টি করেছে। সাবিক ও তার বাহিনীর হাত থেকে মুক্তিপেতে কাউন্সিলর দুলাল হোসেন, মুক্তিযোদ্ধা পরিবার, আগত পর্যটকসহ ভুক্তভোগী সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ এবং র্যাব সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছেন।