সংবাদ
সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কায়সার হাসনাত বলেছেন, সোনারগাঁয়ের তৃণমূল কর্মীরা আমাকে সাহস যোগায়। তারাই আমাকে মানসিক ভাবে শক্তি যোগায় তৃণমূল আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গতকাল শনিবার সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, আমাদের থানা আওয়ামী লীগের এখনও পূর্নাঙ্গ কমিটি হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। সঠিক ব্যাক্তিদের সঠিক চেয়ারে বসানো আমাদের লক্ষ্য। তিনি বলেন, সারা বাংলাদেশে এমন কোন দৃষ্টান্ত নেই। দেশের কোথাও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের পূর্নাঙ্গ কমিটি নেই। আমাদেরও তাদের কাছ থেকে শেখার রয়েছে। এটা আমাদের আপনাদের কাছ থেকে শিকতে হবে। তিনি আরো বলেন, আমি সকল মুক্তিযোদ্ধাদের সম্মান জানাই। তারা আমাদের একটি নতুন সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন। আজ তারা দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে ঐক্যবদ্ধ হচ্ছে। আমি যখন রাজনীতিতে নামি তখন থেকে যুদ্ধ করছি। তারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বপ্নকে সত্যি করতে আমরা ঐক্যবদ্ধ আছি থাকব। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যা যা করা দরকার আমরা করব। তিনি বলেন, বাংলাদেশ মানেই মুক্তিযুদ্ধের অপর নাম। আমরা স্বাধীনতা বিরোধীদের কাছে মাথানত করবো না। আমাদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগীতা আছে। তবে এটাকে কোন্দলের নাম দিয়ে আমাদের হেয় করা হচ্ছে।