সংবাদ
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত
বন্দর প্রতিনিধি
শনিবার বিকেলে ধামগড় ইউনিয়ন পরিষদ মাঠে বন্দর উপজেলার ধামগড়, মদনপুর ও মুছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগ জাতীয় কমিটির সদস্য আনিছুর রহমান টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, প্রধান বক্তা হিসেবে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উদ্বোধক হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বিশেষ অতিথি হিসেবে মদনপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী এম এ সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক (আজিজ), মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূঁইয়া ও মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আক্তার হোসেন বি.এ, যুগ্ম সম্পাদক শাহজাহান মোল্লা, কৃষি ও সমবায় সম্পাদক নাসির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এস আই জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রোমান হোসাইন, সাবেক আইন বিষয়ক সম্পাদক ও বিশ্ব মা’র ভক্ত আমির হোসেন দেওয়ান, সদস্য মনির হোসেন খাঁন, ইব্রাহিম কাশেম, সালিমা হোসেন শান্তা, খন্দকার হাতেম হোসাইন, শরীফ হোসেন, সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিয়া, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আউয়াল বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূঁইয়া, জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য আরিফুল ইসলাম আলীনূর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলী, সাবেক সহ-সভাপতি ইঞ্জিঃ হাসানুজ্জামান সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক লীগের হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। আগামী এক সপ্তাহের মধ্যে যাচাই বাছাই করে বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।