সংবাদ
হরিণাকুণ্ডুতে যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামের মেহগনী বাগান থেকে জসিম উদ্দীন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের নবিছদ্দীন মন্ডলের ছেলে।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে অজ্ঞাতব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী ভালকী বাজারের উদ্দেশ্যে আসে জসিম। তারপর আর ফিরে যায়নি। পরিবারের লোকজন রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। আজ সকালে তাঁর নিজ বাড়ির পিছনে মেহগনী বাগানে লাশ পড়ে থাকতে দেখে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। দ্রুতই এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে।