সংবাদ দেখার জন্য ধন্যবাদ

হেফাজতের হামলার ঘটনায় তৃতীয় রাষ্ট্রের ইন্ধন রয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার পিছনে তৃতীয় রাষ্ট্রের উস্কানি রয়েছে এমন মন্তব্য করে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘হেফাজতের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে তাদের মিটিং-মিছিল সমর্থন করি। এটা তাদের মৌলিক অধিকার।’
সোমবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের মেজর হায়দার মিলনায়তনে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত হত্যা ও ধ্বংসাত্মক ঘটনা সরেজমিনে পরিদর্শনের জন্য রাজধানী থেকে ১৪ সদস্যের একটি দল গত ৩ এপ্রিল সেখানে সফর করে। সেই দলের অভিজ্ঞতার বিবরণ তুলে ধরার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, আমরা ১৪ সদস্যের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে স্থানীয় জনগণ, আওয়ামী লীগ, পুলিশ ও হেফাজতের বক্তব্য শুনেছি এবং দেখেছি। আমাদের কাছে মনে হয়েছে যে, এ হামলার সঙ্গে তৃতীয় রাষ্ট্রের ইন্ধন রয়েছে।
তিনি আরও বলেন, রেলস্টেশনে আগুনের ঘটনা সাতদিন আগে ঘটলেও ৩ এপ্রিল আমরা সেখানে গিয়ে দেখেছি আগুন জ্বলছে। এটা কেন? এটা কাকে দেখাতে চান? তাহলে এটা কি হেফাজত ইসলাম নাকি জনগণ নাকি অন্য কোনো তৃতীয় রাষ্ট্র এখানে জড়িত?
জাফরুল্লাহ বলেন, রাজনীতি এখন আমলা ও ব্যবসায়ীদের হাতে চলে গেছে। রাজনীতি রাজনীতিবিদদের করতে দিন। সেখানকার এমপি একজন আমলা। তার কোনো রাজনৈতিক কর্মী নেই। তার রয়েছে পুলিশ ও হেলমেট বাহিনী।
সংবাদ সম্মেলনে তিনটি প্রস্তাব তুলে ধরেন গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকী। সেগুলো হলো- হতাহতদের তালিকা প্রকাশ করে হত্যাকাণ্ডের তদন্ত ও সঠিক বিচার ও ক্ষতিপূরণের দাবি, বায়তুল মোকাররম থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পুরো ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত এবং অজ্ঞাতনামা হিসেবে ২০ হাজারের অধিক মানুষের নামে যে মামলা দেয়া হয়েছে সেগুলোর নামে হয়রানি বন্ধ করতে হবে।
গণফোরামের নেতা ড. রেজা কিবরিয়া বলেন, মানুষ এখনও কথা বলতে পারে না। অজ্ঞাতনামা মামলা দিয়ে মানুষকে আটকানোর সুযোগ হয়েছে। সকলকে এ ধরনের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বলেন, একটি শিশুর শরীরে গুলিবিদ্ধ অথচ চিকিৎসা নিতে যেতে পারছে না। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই।
এ সময় সংবাদ সম্মেলনে গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়া, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফত, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, রাষ্ট্রচিন্তার অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর,গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, নারীর জন্য সুশাসনের নির্বাহী পরিচালক রুবী আমানউল্লাহ, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক ও ব্যারিস্টার সাদিয়া আরমান উপস্থিত ছিলেন।
Comment Heare
সদ্যপাওয়া
ফিচার

চলতি বছরও শেষ হচ্ছে না তৃতীয় শীতলক্ষ্যা সেতু
প্রথম সংশোধিত চুক্তি অনুযায়ী নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের সালের ফেব্রুয়ারি মাসে। পাশাপশি এর কিছুদিন পরেই সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার কথা ছিলো কর্তৃপক্ষের। কিন্তু করোনাসহ নানান জটিলতায় গত বছর সেতুটির কাজ সম্পূর্ণ […]
স্বাস্থ্য

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ১৪১০ অসহায় মানুষ
করোনা মহামারীর জন্য কিছুদিন বন্ধ থাকার পর আবার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর চক্ষুসেবার জন্য কাজ করছে মানবিক সাহায্য সংস্থা। বিনামূল্যে চক্ষুসেবা পৌঁছে দিতে ‘এমএসএস-আই কেয়ার প্রোগ্রাম’ ও ‘সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন, ঠাকুরগাঁও সম্মিলিতভাবে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৮টি স্থানে ১১ মার্চ […]
মতামত

স্বাধীনতার ঘোষণাপত্রের সুবর্ণজয়ন্তী
১০ এপ্রিল ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ (প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স)-এর সুবর্ণজয়ন্তী। আজ থেকে ৫০ বছর আগে এই দিন ঢাকা শহর থেকে দূরে নিভৃত এক গ্রামের আম্রকাননে উদ্ভাসিত হয়েছিল এর অবিনাশী বাক্যগুলো। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী নৃশংস পৈশাচিকতায় বাঙালির ওপর […]
নামাজের সময়
ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৫:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৯ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৬:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৭:৩৭ অপরাহ্ণ |
ইতিহাস ঐতিহ্য

ইতিহাসের পাতায় অনন্য নানকার বিদ্রোহ
১৮৪৯ সালের ১৮ আগস্টের নানকার বিদ্রোহ সিলেট অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য ও শাসক শ্রেণীর বিরুদ্ধে প্রজা সাধারণ তথা জনসাধারণের অধিকার আদায়ের অন্যতম লড়াই-সংগ্রাম। এই বিদ্রোহ সিলেটের বিভিন্ন অঞ্চলের নিম্নবিত্ত, অবহেলিত মানুষদের ঐক্যবদ্ধ করে উপরতলার মানুষদের ভিত নড়বড়ে করে দেয়। […]
পুরনো সংখ্যা
তথ্য-প্রযুক্তি

ডিজিটাল দক্ষতা অর্জন করেছে ৬০ হাজারের বেশি বাংলাদেশি
সম্প্রতি মাইক্রোসফট করপোরেশন ঘোষণা করেছে যে, তারা ২৪৯টি দেশ ও অঞ্চলের তিন কোটিরও বেশি মানুষকে ডিজিটাল দক্ষতা অর্জনে সহায়তা করেছে। যার মধ্যে ৬০ হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন, যা মাইক্রোসফটের গত জুনে আড়াই কোটির প্রাথমিক লক্ষ্যকে ছাড়িয়ে গেছে। এছাড়া মাইক্রোসফট করপোরেশন […]
সকল জেলা
নারী-শিশু

সাদমান আমার ভালোবাসা বুঝলো না
বরিশালে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তামান্না আফরিন নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রী। নিহত তামান্না নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার রফিকুল ইসলাম টিপুর মেয়ে। সে দক্ষিণ আলেকন্দা এআরএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো। আর […]







অর্থ বাণিজ্য

কঠোর লকডাউনেও খোলা থাকবে শেয়ারবাজার
দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ উদ্ধেগজনক হারে বাড়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ এর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। তবে এই সর্বাত্মক লকডাউনেও শেয়ারবাজারে লেনদেন বন্ধ হওয়ার আশঙ্কা নেই বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড […]
বিজ্ঞাপন

প্রবাস

মালয়েশিয়ায় ১৯১ বাংলাদেশী আটক
মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় রাজধানী কুয়ালালামপুরের স্তেপাকের নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ১৯১ জন বাংলাদেশী, ২৬৯ বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন পুলিশ। আটককৃতদের মধ্যে ১৯১ জন বাংলাদেশী, ইন্দোনেশিয়ান ৪৪ পুরুষ ও ১৩ নারী, মিয়ানমারের ১৮ পুরুষ ও একজন […]
Leave a Reply
You must be logged in to post a comment.