সংবাদ
হেলিকপ্টার উড়াতে গিয়ে ৩ তালেবান নিহত
আর্ন্তজাতিক ডেক্স
আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রশিক্ষণকালে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন তালেবান নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত পাঁচজন।
গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানী কাবুলে হেলকপ্টার বিধ্বস্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র: এনডিটিভি, রয়টার্স
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লাক হক মডেলের হেলিকপ্টারটি চালানোর প্রশিক্ষণ নিতে গেলে তাতে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর এতেই ন্যাশনাল ডিফেন্স ইউনির্ভাসিটি ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারেজমি।
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তিন জনের মৃত্যুসহ আহত হয়েছে আরও ৫ জন।
গত বছর মার্কিন বাহিনীকে হটিয়ে আফগানিস্তান দখল করে নেয় তালেবান। এরপর থেকেই নিয়ন্ত্রণভার তাদের হাতে রয়েছে।
এদিকে মার্কিন বাহিনী আফগান ছেড়ে যাওয়ার সময় দেশটিতে তাদের সামরিক সরঞ্জাম নষ্ট করে রেখে যায়। যার মধ্যে ছিল ব্যয়বহুল হেলিকপ্টারও।