সংবাদ
২৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন
বন্দর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নাসিক ২৩নং ওয়ার্ড যুবলীগ এর উদ্যোগে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার রাত ৮টায় কদম রসুল পূর্বপাড়ায় উক্ত দোয়া ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়াত আলম সানি, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কদম রসূল পৌর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তোবারক হোসেন। প্রধান অতিথির বক্তব্য শেখ সাফায়াত আলম সানি বলেন, ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারকে হত্যা করেছেন তারা এখন গণতন্ত্রের কথা বলে। তারা নাকি আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্র পরিচালনার কথা বলে। তাদের কে বলতে চাই এইটা ৭৫ নয়। যতই যাই বলুক সত্য ঠিক থাকবে, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অধীনে তার সুপরিকল্পিত নিয়মে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মো. রাজিব আহমেদ, মোঃ রুবেল, হেলাল উদ্দিন অপু, মো. আবিদ, মো. সাকিব সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।