সংবাদ
২৬ এমপির পদত্যাগ পাকিস্তান পার্লামেন্টে
পাকিস্তানের পার্লামেন্টের ২৬ জন এমপি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার পার্লামেন্টে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা খুররাম শের জামানের কাছে পদত্যাগপত্র জমা দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশনায় তার দলের ২৬ এমপি পদত্যাগপত্র জমা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুররাম শের জামান। তিনি বলেন, সিন্ধ প্রদেশের বিরোধীদলীয় নেতা হালেম আদিল শেখ এ অবস্থা সম্পর্কে অবগত আছেন এবং তিনিও সিন্ধ প্রদেশের এসেম্বিলতে পদত্যাগপত্র জমা দেবেন।
এক বিবৃতিতে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও এমকিউএম-পি নেতাদের তিরষ্কার করেন খুররাম। তিনি বলেন, এমকিউএম-পি এখন ভিক্ষা চাচ্ছে। এমপিদের সঙ্গে করা জারদারির চুক্তির বিষয়টি স্মরণ করা হচ্ছে।
খুররাম বলেন, এমকিউএম-পি আবার তাদের চেষ্টায় ব্যর্থ হবে এবং যাদের অনুরোধ করা হচ্ছে তাদের শিগগিরই সিন্ধ থেকে সরিয়ে নেয়া হবে।
খুররাম বলেন, শাসন পরিবর্তকারী সুবিধাভোগীরা মনের শান্তি হারিয়েছে এবং নির্ঘুম রাত কাটাচ্ছে।
পিটিআইয়ের এ নেতা বলেন, যেকোনো চুক্তি বাস্তবায়নের পেছনে একটি সঠিক কারণ থাকা জরুরি। এখন নিজের প্রয়োজনে মোহাজির কার্ড এমকিউএম-পির কাছে নেই।
তিনি আরো বলেন, পাকিস্তানের অন্যান্য লোকেদের মতো উর্দু ভাষাভাষী মানুষ এখন ইমরান খানের পক্ষে দাঁড়িয়েছে। উভয় দল এখন স্থানীয় নির্বাচনের আগে পরাজয়ের ভয় করছে। কারণ, এমকিউএম-পি সরকারের নেয়া সব ভুল নীতিকে সমর্থন করছে।